ক্রীড়া ডেস্ক

সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।

সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে