ক্রীড়া ডেস্ক

পুরো মৌসুম জুড়ে ব্যর্থ ঋষভ পন্ত গতকাল চেয়েছিলেন এবারের আইপিএলের শেষটা ভালো করতে। সেঞ্চুরি করে সেই মঞ্চটা তৈরি করে রাখেন পন্ত। তিন অঙ্ক ছোঁয়ার পর ডিগবাজিও দেন তিনি। কিন্তু বোলারদের ব্যর্থতায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত রাতে ২২৭ রান করেও পন্তের লক্ষ্ণৌ ৬ উইকেটে ম্যাচ হেরেছে। হারের পর পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার লক্ষ্ণৌ এই অপরাধ করায় পন্তকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি বেঙ্গালুরুর বিপক্ষে দ্বাদশে থাকা লক্ষ্ণৌর অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এবারের আইপিএলে লক্ষ্ণৌর স্লো-ওভার রেটের ঘটনা প্রথমবার ঘটেছিল ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। দ্বিতীয়বার এই অপরাধে শাস্তি পেয়েছেন ২৬ এপ্রিল ওয়াংখেড়েতে। এই ম্যাচেও লক্ষ্ণৌর প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর গত রাতে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচটি হয়েছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন পন্ত।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পন্ত শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে পন্তের প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ হার্দিক পান্ডিয়া খেলতে পারেননি। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারানোয় প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। সমান ১৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে শীর্ষে পাঞ্জাব কিংস। ২৯ মে চন্ডিগড়ে হবে প্রথম কোয়ালিফায়ারের বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচ। আর লক্ষ্ণৌ ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। পন্ত সবকটি ম্যাচই খেলেছেন। ২৪.৪৫ গড় ও ১৩৩.১৬ স্ট্রাইকরেটে করেন ২৬৯ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেন তিনি।

পুরো মৌসুম জুড়ে ব্যর্থ ঋষভ পন্ত গতকাল চেয়েছিলেন এবারের আইপিএলের শেষটা ভালো করতে। সেঞ্চুরি করে সেই মঞ্চটা তৈরি করে রাখেন পন্ত। তিন অঙ্ক ছোঁয়ার পর ডিগবাজিও দেন তিনি। কিন্তু বোলারদের ব্যর্থতায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত রাতে ২২৭ রান করেও পন্তের লক্ষ্ণৌ ৬ উইকেটে ম্যাচ হেরেছে। হারের পর পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার লক্ষ্ণৌ এই অপরাধ করায় পন্তকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি বেঙ্গালুরুর বিপক্ষে দ্বাদশে থাকা লক্ষ্ণৌর অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এবারের আইপিএলে লক্ষ্ণৌর স্লো-ওভার রেটের ঘটনা প্রথমবার ঘটেছিল ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। দ্বিতীয়বার এই অপরাধে শাস্তি পেয়েছেন ২৬ এপ্রিল ওয়াংখেড়েতে। এই ম্যাচেও লক্ষ্ণৌর প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর গত রাতে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচটি হয়েছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন পন্ত।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পন্ত শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে পন্তের প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ হার্দিক পান্ডিয়া খেলতে পারেননি। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারানোয় প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। সমান ১৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে শীর্ষে পাঞ্জাব কিংস। ২৯ মে চন্ডিগড়ে হবে প্রথম কোয়ালিফায়ারের বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচ। আর লক্ষ্ণৌ ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। পন্ত সবকটি ম্যাচই খেলেছেন। ২৪.৪৫ গড় ও ১৩৩.১৬ স্ট্রাইকরেটে করেন ২৬৯ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেন তিনি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে