ক্রীড়া ডেস্ক

কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। অনুমিতভাবে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবিতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। আয়োজনস্বত্ব ভারতের।
আজ এসিসি সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ সব তথ্য জানিয়েছেন। নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’
এক এশিয়া কাপ নিয়ে জলঘোলাও কম হয়নি। অবশেষে আলোর মুখ দেখল। উচ্ছ্বসিত নাকভির তাই স্বস্তি, ‘আমরা দারুণ একটি ক্রিকেট মহোৎসব দেখার অপেক্ষায় আছি!’ দ্রুত পূর্ণাঙ্গ সূচির ঘোষণা দেওয়ার কথাও বললেন পিসিবি ও এসিসি প্রধান, ‘বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’
গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কারণে এশিয়ান কাপ সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।

কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। অনুমিতভাবে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবিতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। আয়োজনস্বত্ব ভারতের।
আজ এসিসি সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ সব তথ্য জানিয়েছেন। নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’
এক এশিয়া কাপ নিয়ে জলঘোলাও কম হয়নি। অবশেষে আলোর মুখ দেখল। উচ্ছ্বসিত নাকভির তাই স্বস্তি, ‘আমরা দারুণ একটি ক্রিকেট মহোৎসব দেখার অপেক্ষায় আছি!’ দ্রুত পূর্ণাঙ্গ সূচির ঘোষণা দেওয়ার কথাও বললেন পিসিবি ও এসিসি প্রধান, ‘বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’
গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কারণে এশিয়ান কাপ সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে