নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা যে কত আরাধ্য ছিল, সেটা তাঁর উদ্যাপনেই বোঝা যায়। ১৯১ রানের ইনিংসটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে লিড নিতে সহায়তা করেছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের জার্সিতে সবশেষ মুশফিককে দেখা গেছে এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক এই সময়ে কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর সাক্ষাৎকার প্রচার করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে আড়াই মাস বিরতিতে ফিটনেস নিয়ে কাজ করেছি। স্কিল নিয়ে কাজ করেছি নিবিড়ভাবে।’
রাওয়ালপিন্ডি টেস্টেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন মুশফিক। ২০০৫ সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে রান করেছেন, সেটার রহস্য জিজ্ঞেস করা হলে মুচকি হেসেছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে কিছুই না। আমি আমার জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি। আমি প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেছি। আমি আমার নিজের কাজটাকে প্রতিযোগিতা হিসেবে নিয়েছি। এটাই হয়তো রহস্য।’
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার কীভাবে বড় করতে হয়, তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘যদি কেউ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে চায়, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। মাঠে এবং মাঠের বাইরে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। জিমে ভালো সময় দিতে হবে। এসব না করলে সাফল্য পাবেন না আপনি।’

রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা যে কত আরাধ্য ছিল, সেটা তাঁর উদ্যাপনেই বোঝা যায়। ১৯১ রানের ইনিংসটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে লিড নিতে সহায়তা করেছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের জার্সিতে সবশেষ মুশফিককে দেখা গেছে এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক এই সময়ে কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর সাক্ষাৎকার প্রচার করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে আড়াই মাস বিরতিতে ফিটনেস নিয়ে কাজ করেছি। স্কিল নিয়ে কাজ করেছি নিবিড়ভাবে।’
রাওয়ালপিন্ডি টেস্টেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন মুশফিক। ২০০৫ সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে রান করেছেন, সেটার রহস্য জিজ্ঞেস করা হলে মুচকি হেসেছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে কিছুই না। আমি আমার জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি। আমি প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেছি। আমি আমার নিজের কাজটাকে প্রতিযোগিতা হিসেবে নিয়েছি। এটাই হয়তো রহস্য।’
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার কীভাবে বড় করতে হয়, তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘যদি কেউ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে চায়, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। মাঠে এবং মাঠের বাইরে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। জিমে ভালো সময় দিতে হবে। এসব না করলে সাফল্য পাবেন না আপনি।’

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
১ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে