ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই রাতে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা পুরো ৯০ মিনিট ১১ জন নিয়ে খেলেছে ঠিকই। তবে ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের জন্যই গত রাতে ছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচ। ভেনেজুয়েলার কারাকাসের ইউসিবি অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে। অন্যদিকে একই শহরের ব্রিগিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পেল ১-০ গোলের জয়।
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ১০ জনের দলে পরিণত হয় দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে উরুগুয়ের আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার আর্থার দিয়াস। দুটি হলুদ কার্ড দেখার কারণেই মূলত মাঠ ছাড়তে হয়েছে দিয়াসকে। এরপর ৭৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো করেন ম্যাচে প্রথম গোল। শেষ পর্যন্ত পেদ্রোর গোলেই ব্রাজিল পায় ১-০ গোলের জয়।
ইউসিভি অলিম্পিকো স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে প্রথম গোল করেন ইয়ান সুবিয়াব্রে। দ্বিতীয় গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয় ৭ মিনিট। ৪২ মিনিটে গোলটি করেন স্ট্রাইকার অগাস্তিন রুবের্তো। দ্বিতীয়ার্ধে চিলির ব্যবধান কমাতে একটু অপেক্ষা করতে হয়েছে। ৬১ মিনিটে দলটির স্ট্রাইকার হুয়ান ফ্রান্সিস্কো রসেল গোল করেছেন। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরাও খেলেছে ১ ম্যাচ। ব্রাজিলের ১ ম্যাচে ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই রাতে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা পুরো ৯০ মিনিট ১১ জন নিয়ে খেলেছে ঠিকই। তবে ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের জন্যই গত রাতে ছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচ। ভেনেজুয়েলার কারাকাসের ইউসিবি অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে। অন্যদিকে একই শহরের ব্রিগিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পেল ১-০ গোলের জয়।
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ১০ জনের দলে পরিণত হয় দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে উরুগুয়ের আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার আর্থার দিয়াস। দুটি হলুদ কার্ড দেখার কারণেই মূলত মাঠ ছাড়তে হয়েছে দিয়াসকে। এরপর ৭৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো করেন ম্যাচে প্রথম গোল। শেষ পর্যন্ত পেদ্রোর গোলেই ব্রাজিল পায় ১-০ গোলের জয়।
ইউসিভি অলিম্পিকো স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে প্রথম গোল করেন ইয়ান সুবিয়াব্রে। দ্বিতীয় গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয় ৭ মিনিট। ৪২ মিনিটে গোলটি করেন স্ট্রাইকার অগাস্তিন রুবের্তো। দ্বিতীয়ার্ধে চিলির ব্যবধান কমাতে একটু অপেক্ষা করতে হয়েছে। ৬১ মিনিটে দলটির স্ট্রাইকার হুয়ান ফ্রান্সিস্কো রসেল গোল করেছেন। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরাও খেলেছে ১ ম্যাচ। ব্রাজিলের ১ ম্যাচে ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৬ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে