ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই রাতে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা পুরো ৯০ মিনিট ১১ জন নিয়ে খেলেছে ঠিকই। তবে ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের জন্যই গত রাতে ছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচ। ভেনেজুয়েলার কারাকাসের ইউসিবি অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে। অন্যদিকে একই শহরের ব্রিগিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পেল ১-০ গোলের জয়।
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ১০ জনের দলে পরিণত হয় দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে উরুগুয়ের আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার আর্থার দিয়াস। দুটি হলুদ কার্ড দেখার কারণেই মূলত মাঠ ছাড়তে হয়েছে দিয়াসকে। এরপর ৭৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো করেন ম্যাচে প্রথম গোল। শেষ পর্যন্ত পেদ্রোর গোলেই ব্রাজিল পায় ১-০ গোলের জয়।
ইউসিভি অলিম্পিকো স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে প্রথম গোল করেন ইয়ান সুবিয়াব্রে। দ্বিতীয় গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয় ৭ মিনিট। ৪২ মিনিটে গোলটি করেন স্ট্রাইকার অগাস্তিন রুবের্তো। দ্বিতীয়ার্ধে চিলির ব্যবধান কমাতে একটু অপেক্ষা করতে হয়েছে। ৬১ মিনিটে দলটির স্ট্রাইকার হুয়ান ফ্রান্সিস্কো রসেল গোল করেছেন। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরাও খেলেছে ১ ম্যাচ। ব্রাজিলের ১ ম্যাচে ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই রাতে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা পুরো ৯০ মিনিট ১১ জন নিয়ে খেলেছে ঠিকই। তবে ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের জন্যই গত রাতে ছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচ। ভেনেজুয়েলার কারাকাসের ইউসিবি অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে। অন্যদিকে একই শহরের ব্রিগিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পেল ১-০ গোলের জয়।
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ১০ জনের দলে পরিণত হয় দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে উরুগুয়ের আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার আর্থার দিয়াস। দুটি হলুদ কার্ড দেখার কারণেই মূলত মাঠ ছাড়তে হয়েছে দিয়াসকে। এরপর ৭৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো করেন ম্যাচে প্রথম গোল। শেষ পর্যন্ত পেদ্রোর গোলেই ব্রাজিল পায় ১-০ গোলের জয়।
ইউসিভি অলিম্পিকো স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে প্রথম গোল করেন ইয়ান সুবিয়াব্রে। দ্বিতীয় গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয় ৭ মিনিট। ৪২ মিনিটে গোলটি করেন স্ট্রাইকার অগাস্তিন রুবের্তো। দ্বিতীয়ার্ধে চিলির ব্যবধান কমাতে একটু অপেক্ষা করতে হয়েছে। ৬১ মিনিটে দলটির স্ট্রাইকার হুয়ান ফ্রান্সিস্কো রসেল গোল করেছেন। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরাও খেলেছে ১ ম্যাচ। ব্রাজিলের ১ ম্যাচে ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।

ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৩ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৪ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
৬ ঘণ্টা আগে