ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টের পর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দ্রুতই পেয়ে গেলেন সমিত সোম। এখন শুধু লাল সবুজের জার্সিতে তাঁর খেলার অপেক্ষা। এখনো এক মাস বাকি থাকলেও সমিত যে বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সমিতের অভিষেক হতে কেবল সময়েরই অপেক্ষা। তবে তাঁর যে তর সইছে না কিছুতেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সমিত বলেছেন, ‘সবাইকে স্বাগত। আমি সমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।’
বাংলাদেশি পাসপোর্ট সমিত হাতে পেয়েছেন এ সপ্তাহের সোমবার। ঠিক তার পরের দিনই (মঙ্গলবার) পেয়ে গেছেন ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। বিষয়টি পরশু আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সমিত যে এত দ্রুত ফিফার অনুমোদন পাবেন, সেটা অবাক করার মতোই। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল প্রায় চার মাসের মতো। কিন্তু সমিত পেয়ে গেলেন কেবল একদিনেই।
সমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সমিত। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

বাংলাদেশি পাসপোর্টের পর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন দ্রুতই পেয়ে গেলেন সমিত সোম। এখন শুধু লাল সবুজের জার্সিতে তাঁর খেলার অপেক্ষা। এখনো এক মাস বাকি থাকলেও সমিত যে বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে সমিতের অভিষেক হতে কেবল সময়েরই অপেক্ষা। তবে তাঁর যে তর সইছে না কিছুতেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সমিত বলেছেন, ‘সবাইকে স্বাগত। আমি সমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।’
বাংলাদেশি পাসপোর্ট সমিত হাতে পেয়েছেন এ সপ্তাহের সোমবার। ঠিক তার পরের দিনই (মঙ্গলবার) পেয়ে গেছেন ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। বিষয়টি পরশু আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সমিত যে এত দ্রুত ফিফার অনুমোদন পাবেন, সেটা অবাক করার মতোই। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল প্রায় চার মাসের মতো। কিন্তু সমিত পেয়ে গেলেন কেবল একদিনেই।
সমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সমিত। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
৫ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে