ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম তিন ম্যাচে ৮ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। তবে ছন্দে থাকা রিশাদ চতুর্থ ম্যাচে এসে উইকেটের দেখা পাননি। তারপর বাংলাদেশি লেগস্পিনারকে বাদ দেওয়া হলো একাদশ থেকেই।
রিশাদকে ছাড়া গতকাল লাহোর কালান্দার্স খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স তুলে নিয়েছে ৫ উইকেটের এক রোমাঞ্চকর জয়। তাতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে শাহিন-রিশাদদের লাহোরের।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান সুলতানস ১০.১ ওভারে ৩ উইকেটে ৭০ রানে পরিণত হয়। এরপর চতুর্থ উইকেটে ৫৯ বলে ১১৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। মুলতানের স্কোর হয় ২০ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান।
মুলতান অধিনায়ক রিজওয়ানের ৭৬ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। ওপেনিংয়ে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। একটি করে উইকেট পেয়েছেন ড্যারিল মিচেল, হারিস রউফ ও টম কারান। তিনজনই ৪ ওভার করে বোলিং করেছেন। মিচেল ও রউফ দিয়েছেন ৪৭ ও ৪৬ রান। কারান ২৪ রান খরচ করেছেন।
১৮৬ রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে উইকেটও হারাতে থাকে লাহোর কালান্দার্স। ১১.৫ ওভারে ৪ উইকেটে ৯৫ রানে পরিণত হয় তারা। এরপর পঞ্চম উইকেটে মিচেল ও সিকান্দার রাজা ৪১ বলে ৮৯ রানের জুটি গড়েন। জয় থেকে ২ রান বাকি থাকতে হারায় মিচেলের উইকেট। দলটি এরপর ১৯ ওভারে ৫ উইকেটে করে ১৮৬ রান। ৬ নম্বরে নামা রাজা ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন।
এক ওভার হাতে রেখে লাহোরের ৫ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল। ৩৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৪ রান করেন তিনি। বোলিংয়ে পেয়েছেন ১ উইকেট। লাহোর এখন পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে। ছয় ম্যাচে ৩টি করে জয় ও পরাজয়ে তাদের পয়েন্ট ৬। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের সমান ৬ উইকেট হলেও নেট রানরেটের কারণে তিনে করাচি কিংস।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম তিন ম্যাচে ৮ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। তবে ছন্দে থাকা রিশাদ চতুর্থ ম্যাচে এসে উইকেটের দেখা পাননি। তারপর বাংলাদেশি লেগস্পিনারকে বাদ দেওয়া হলো একাদশ থেকেই।
রিশাদকে ছাড়া গতকাল লাহোর কালান্দার্স খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স তুলে নিয়েছে ৫ উইকেটের এক রোমাঞ্চকর জয়। তাতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে শাহিন-রিশাদদের লাহোরের।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান সুলতানস ১০.১ ওভারে ৩ উইকেটে ৭০ রানে পরিণত হয়। এরপর চতুর্থ উইকেটে ৫৯ বলে ১১৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। মুলতানের স্কোর হয় ২০ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান।
মুলতান অধিনায়ক রিজওয়ানের ৭৬ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। ওপেনিংয়ে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। একটি করে উইকেট পেয়েছেন ড্যারিল মিচেল, হারিস রউফ ও টম কারান। তিনজনই ৪ ওভার করে বোলিং করেছেন। মিচেল ও রউফ দিয়েছেন ৪৭ ও ৪৬ রান। কারান ২৪ রান খরচ করেছেন।
১৮৬ রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে উইকেটও হারাতে থাকে লাহোর কালান্দার্স। ১১.৫ ওভারে ৪ উইকেটে ৯৫ রানে পরিণত হয় তারা। এরপর পঞ্চম উইকেটে মিচেল ও সিকান্দার রাজা ৪১ বলে ৮৯ রানের জুটি গড়েন। জয় থেকে ২ রান বাকি থাকতে হারায় মিচেলের উইকেট। দলটি এরপর ১৯ ওভারে ৫ উইকেটে করে ১৮৬ রান। ৬ নম্বরে নামা রাজা ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন।
এক ওভার হাতে রেখে লাহোরের ৫ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল। ৩৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৪ রান করেন তিনি। বোলিংয়ে পেয়েছেন ১ উইকেট। লাহোর এখন পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে। ছয় ম্যাচে ৩টি করে জয় ও পরাজয়ে তাদের পয়েন্ট ৬। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের সমান ৬ উইকেট হলেও নেট রানরেটের কারণে তিনে করাচি কিংস।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে