
ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটা আগে ডিয়ান্ড্রা ডটিনের ছিল। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে ফিফটি করেছিলেন তিনি। ক্যারিবীয় এই ক্রিকেটার ১৬ বছর পর নিজের রেকর্ডটা ভাঙতে বেছে নিলেন বাংলাদেশকেই।
সেন্ট কিটসে আজ বাংলাদেশ সময় ভোরে শুরু হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের প্রথম ম্যাচেই ডটিন করলেন ২১ বলে ফিফটি। যা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। তাঁর রেকর্ড গড়া ফিফটিতে রীতিমতো উড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
১৪৫ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথুস উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৩ রান। নবম ওভারের তৃতীয় বলে জোসেফকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ২১ বলে ২৯ রান করেন জোসেফ। উদ্বোধনী জুটি ভাঙার পর ক্যারিবীয়দের ইনিংসে আরেক ধাক্কা দেন ফাহিমা। বাংলাদেশের লেগ স্পিনার ১১ তম ওভারের প্রথম বলে ফেরান শিমাইন ক্যাম্পবেলকে।
দ্রুত ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ১০.১ ওভারে ২ উইকেটে ৭৩ রান। চার নম্বরে নেমে এরপর বাংলাদেশের ওপর তাণ্ডব চালান ডটিন। তৃতীয় উইকেটে অধিনায়ক ম্যাথুসের সঙ্গে ৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন ডটিন। ২২ বলে ৭ ছক্কায় ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ডটিন অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর ১৪ তম ফিফটি।
১৯ বল হাতে রেখে ক্যারিবীয়দের ৮ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন ডটিন। ফিফটি পেয়েছেন ম্যাথুসও। ৫৪ বলে ৭ চারে ৬০ রান করে অপরাজিত থাকেন উইন্ডিজ অধিনায়ক। বাংলাদেশের ফাহিমা ৩ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই লেগস্পিনার।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করেছে। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন জ্যোতি। অধিনায়কের রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ম্যাথুস, চেরি অ্যান ফ্রেজার, অ্যাফি ফ্লেচার পেয়েছেন একটি করে উইকেট।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডে যৌথভাবে শীর্ষে তিন ক্রিকেটার। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড, ভারতের রিচা ঘোষ প্রত্যেকেই ১৮ বলে ফিফটি করেন। ২০ বলে ফিফটির কীর্তি গড়েন পাকিস্তানের নিদা দার। ২১ বলে ফিফটির রেকর্ডে যৌথভাবে তিনে আছেন ডটিন, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি ও নিউজিল্যান্ডের ডিভাইন।

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটা আগে ডিয়ান্ড্রা ডটিনের ছিল। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে ফিফটি করেছিলেন তিনি। ক্যারিবীয় এই ক্রিকেটার ১৬ বছর পর নিজের রেকর্ডটা ভাঙতে বেছে নিলেন বাংলাদেশকেই।
সেন্ট কিটসে আজ বাংলাদেশ সময় ভোরে শুরু হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের প্রথম ম্যাচেই ডটিন করলেন ২১ বলে ফিফটি। যা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। তাঁর রেকর্ড গড়া ফিফটিতে রীতিমতো উড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
১৪৫ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথুস উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৩ রান। নবম ওভারের তৃতীয় বলে জোসেফকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ২১ বলে ২৯ রান করেন জোসেফ। উদ্বোধনী জুটি ভাঙার পর ক্যারিবীয়দের ইনিংসে আরেক ধাক্কা দেন ফাহিমা। বাংলাদেশের লেগ স্পিনার ১১ তম ওভারের প্রথম বলে ফেরান শিমাইন ক্যাম্পবেলকে।
দ্রুত ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ১০.১ ওভারে ২ উইকেটে ৭৩ রান। চার নম্বরে নেমে এরপর বাংলাদেশের ওপর তাণ্ডব চালান ডটিন। তৃতীয় উইকেটে অধিনায়ক ম্যাথুসের সঙ্গে ৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন ডটিন। ২২ বলে ৭ ছক্কায় ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ডটিন অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর ১৪ তম ফিফটি।
১৯ বল হাতে রেখে ক্যারিবীয়দের ৮ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন ডটিন। ফিফটি পেয়েছেন ম্যাথুসও। ৫৪ বলে ৭ চারে ৬০ রান করে অপরাজিত থাকেন উইন্ডিজ অধিনায়ক। বাংলাদেশের ফাহিমা ৩ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই লেগস্পিনার।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করেছে। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন জ্যোতি। অধিনায়কের রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ম্যাথুস, চেরি অ্যান ফ্রেজার, অ্যাফি ফ্লেচার পেয়েছেন একটি করে উইকেট।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডে যৌথভাবে শীর্ষে তিন ক্রিকেটার। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড, ভারতের রিচা ঘোষ প্রত্যেকেই ১৮ বলে ফিফটি করেন। ২০ বলে ফিফটির কীর্তি গড়েন পাকিস্তানের নিদা দার। ২১ বলে ফিফটির রেকর্ডে যৌথভাবে তিনে আছেন ডটিন, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি ও নিউজিল্যান্ডের ডিভাইন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে