নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে চলছে আইপিএল ও পিএসএল। যদিও এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। কিন্তু পিএসএল খেলতে পাকিস্তানে গেছেন রানা ও রিশাদ। যুদ্ধ লেগে যাওয়ায় এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজকের পত্রিকাকে আজ সকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘রাতে হামলা হয়েছে, পাকিস্তান ও ভারতে দুই দেশেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করব, সেখানকার পরিস্থিতি তাঁদের কাছ থেকেই জানার চেষ্টা করব।’
যুদ্ধ লেগে যাওয়ায় পিএসএল হঠাৎ বন্ধ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটা হলে বোর্ড কী করবে, তা নিয়ে নাফীস বলেন, ‘যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, কিংবা পিএসএল স্থগিত হয় তাহলে বোর্ডের সিইও আছেন, পরিচালকরাও আছেন—তাঁরা হয়তো ক্রিকেটারদের ফেরানো নিয়ে ভাববেন। তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, সময় ও পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নেওয়া হবে।’
এবারের পিএসএলে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে রিশাদের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। বাংলাদেশি এই লেগস্পিনার বলেন, ‘এখনো পর্যন্ত সব ঠিক আছে। সবকিছু বন্ধ হলেও আমাদের কাছে বার্তা এসেছে, ইসলামাবাদে যাব (পিএসএলে) পরের ম্যাচ খেলতে। (কর্তৃপক্ষ) আমাদের এসব ব্যাপারে (ভারত-পাকিস্তান যুদ্ধ) কিছু বলেনি, বরং বলছে, সব ঠিক আছে।’
২৫ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সূচি অনুযায়ী ৩ জুন শেষ হবে সিরিজ। তবে বর্তমানের উত্তপ্ত পরিস্থিতিতে সিরিজটি হবে কিনা, সেটা নিয়ে নতুন করে বিসিবি ভাবছে বলে সূত্রে জানা গেছে।
লাহোর কালান্দার্সের পরের ম্যাচ ৯ মে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি। নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার। তবে বাংলাদেশের এই পেসারের পিএসএলে এখনো অভিষেক হয়নি। আর রিশাদ ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। বাংলাদেশি লেগস্পিনারের ইকোনমি ৮.৭০।
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে পুনরায় বৈরিতা ছড়িয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।সিন্ধু চুক্তি বাতিল, ভারত-পাকিস্তানের আটারি-ওয়াগা সীমান্ত বন্ধসহ দুই দেশে কুটনৈতিক নিয়োগও সীমিত করা হয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে চলছে আইপিএল ও পিএসএল। যদিও এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। কিন্তু পিএসএল খেলতে পাকিস্তানে গেছেন রানা ও রিশাদ। যুদ্ধ লেগে যাওয়ায় এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজকের পত্রিকাকে আজ সকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘রাতে হামলা হয়েছে, পাকিস্তান ও ভারতে দুই দেশেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করব, সেখানকার পরিস্থিতি তাঁদের কাছ থেকেই জানার চেষ্টা করব।’
যুদ্ধ লেগে যাওয়ায় পিএসএল হঠাৎ বন্ধ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটা হলে বোর্ড কী করবে, তা নিয়ে নাফীস বলেন, ‘যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, কিংবা পিএসএল স্থগিত হয় তাহলে বোর্ডের সিইও আছেন, পরিচালকরাও আছেন—তাঁরা হয়তো ক্রিকেটারদের ফেরানো নিয়ে ভাববেন। তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, সময় ও পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নেওয়া হবে।’
এবারের পিএসএলে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে রিশাদের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। বাংলাদেশি এই লেগস্পিনার বলেন, ‘এখনো পর্যন্ত সব ঠিক আছে। সবকিছু বন্ধ হলেও আমাদের কাছে বার্তা এসেছে, ইসলামাবাদে যাব (পিএসএলে) পরের ম্যাচ খেলতে। (কর্তৃপক্ষ) আমাদের এসব ব্যাপারে (ভারত-পাকিস্তান যুদ্ধ) কিছু বলেনি, বরং বলছে, সব ঠিক আছে।’
২৫ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সূচি অনুযায়ী ৩ জুন শেষ হবে সিরিজ। তবে বর্তমানের উত্তপ্ত পরিস্থিতিতে সিরিজটি হবে কিনা, সেটা নিয়ে নতুন করে বিসিবি ভাবছে বলে সূত্রে জানা গেছে।
লাহোর কালান্দার্সের পরের ম্যাচ ৯ মে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি। নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার। তবে বাংলাদেশের এই পেসারের পিএসএলে এখনো অভিষেক হয়নি। আর রিশাদ ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। বাংলাদেশি লেগস্পিনারের ইকোনমি ৮.৭০।
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে পুনরায় বৈরিতা ছড়িয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।সিন্ধু চুক্তি বাতিল, ভারত-পাকিস্তানের আটারি-ওয়াগা সীমান্ত বন্ধসহ দুই দেশে কুটনৈতিক নিয়োগও সীমিত করা হয়েছে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৮ ঘণ্টা আগে