Ajker Patrika

ঘরোয়া ‘ট্রেবল’ জিতে ছাদখোলা বাসে ইয়ামালদের উদ্‌যাপন

ক্রীড়া ডেস্ক    
ছাদখোলা বাসে বার্সেলোনার শিরোপা উদ্‌যাপন। ছবি: এফসি বার্সেলোনা
ছাদখোলা বাসে বার্সেলোনার শিরোপা উদ্‌যাপন। ছবি: এফসি বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্‌যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন লামিন ইয়ামাল-রাফিনিয়ারা।

স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা—স্পেনের তিন শিরোপাই ঘরে তুলেছে বার্সেলোনা। ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও ঘরোয়া ট্রেবল জিতে নতুন রেকর্ড গড়েছে কাতালানরা। এই ট্রেবল জয়ের আনন্দ ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ছাদখোলা বাসে প্যারেডের আয়োজন করে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ।

ছাদখোলা বাসে ট্রেবলের তিন ট্রফি নিয়ে উদ্‌যাপনে মেতে ওঠে বার্সা। এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘণ্টা ধরে প্রদক্ষিণ করেছে। এই সময়ে হাজারো বার্সা সমর্থক নেচে গেয়ে ট্রেবল জয় উদ্‌যাপন করে। ইয়ামাল-পেদ্রিরা উচ্ছ্বাসে ভাসিয়েছেন সমর্থকদের। বাসে বিশেষ জার্সি পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন বার্সা ফুটবলার, কোচ হান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা।

নাচা গানে মেতেছেন বার্সার ফুটবলার-সমর্থকেরা। এই মৌসুমে বার্সার ম্যাচ বাকি আর দুটি। লা লিগার এই দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে কাতালানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত