ক্রীড়া ডেস্ক

২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে গতকাল হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো অনুষ্ঠান। তবে পাকিস্তানের কোনো স্টেডিয়ামেই ওড়েনি ভারতের পতাকা।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। মাঠের লড়াইয়ের আগেই যেন বেজে গেল যুদ্ধের দামামা। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। জমকালো এই অনুষ্ঠানে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন, টুর্নামেন্টের দুই শুভেচ্ছাদূত সরফরাজ আহমেদ ও শেন ওয়াটসন।
দিওয়ান-ই-আম দুর্গে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই সাত দলের পতাকা দেখা গেছে লাহোর স্টেডিয়ামে। কিন্তু ভারতের পতাকাই সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। পাকিস্তানের দুই বিখ্যাত স্টেডিয়ামে যখন ভারতের পতাকা না থাকার বিষয়টি নজর এড়ায়নি ভক্ত-সমর্থকদের। মুহূর্তেই সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
হাইব্রিড মডেলে এবার চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তার কারণে ১৭ বছর ধরে পাকিস্তান সফরে না যাওয়া ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। সামাজিক মাধ্যমে কেউ একজন লিখেছেন, ‘করাচিতে কোনো ভারতের পতাকা নেই। যেহেতু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে নিরাপত্তার অভাব বোধ করছে এবং পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, পিসিবি করাচি স্টেডিয়াম থেকে ভারতীয় পতাকা সরিয়ে ফেলেছে। তবে অন্যান্য অতিথি দলের পতাকা রেখেছে।’ পিসিবি সভাপতি নাকভিরও প্রশংসা করা হয়েছে তাতে।
আইসিসির হাইব্রিড মডেলের প্রস্তাব পাকিস্তান মেনে নিয়েছে ঠিকই। তবে দেশটির ভক্ত-সমর্থকেরা মেনে নিয়েছেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। হয়তোবা সেকারণেই লাহোর, করাচি কোথাও পিসিবি রাখেনি ভারতের পতাকা। যেখানে টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি ৭ দলের পতাকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। আফগানদের এটাই প্রথম কোনো চ্যাম্পিয়নস ট্রফি।

২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে গতকাল হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো অনুষ্ঠান। তবে পাকিস্তানের কোনো স্টেডিয়ামেই ওড়েনি ভারতের পতাকা।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। মাঠের লড়াইয়ের আগেই যেন বেজে গেল যুদ্ধের দামামা। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। জমকালো এই অনুষ্ঠানে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন, টুর্নামেন্টের দুই শুভেচ্ছাদূত সরফরাজ আহমেদ ও শেন ওয়াটসন।
দিওয়ান-ই-আম দুর্গে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই সাত দলের পতাকা দেখা গেছে লাহোর স্টেডিয়ামে। কিন্তু ভারতের পতাকাই সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। পাকিস্তানের দুই বিখ্যাত স্টেডিয়ামে যখন ভারতের পতাকা না থাকার বিষয়টি নজর এড়ায়নি ভক্ত-সমর্থকদের। মুহূর্তেই সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
হাইব্রিড মডেলে এবার চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তার কারণে ১৭ বছর ধরে পাকিস্তান সফরে না যাওয়া ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। সামাজিক মাধ্যমে কেউ একজন লিখেছেন, ‘করাচিতে কোনো ভারতের পতাকা নেই। যেহেতু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে নিরাপত্তার অভাব বোধ করছে এবং পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, পিসিবি করাচি স্টেডিয়াম থেকে ভারতীয় পতাকা সরিয়ে ফেলেছে। তবে অন্যান্য অতিথি দলের পতাকা রেখেছে।’ পিসিবি সভাপতি নাকভিরও প্রশংসা করা হয়েছে তাতে।
আইসিসির হাইব্রিড মডেলের প্রস্তাব পাকিস্তান মেনে নিয়েছে ঠিকই। তবে দেশটির ভক্ত-সমর্থকেরা মেনে নিয়েছেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। হয়তোবা সেকারণেই লাহোর, করাচি কোথাও পিসিবি রাখেনি ভারতের পতাকা। যেখানে টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি ৭ দলের পতাকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। আফগানদের এটাই প্রথম কোনো চ্যাম্পিয়নস ট্রফি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে