ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ নেমেছে ধবলধোলাই এড়ানোর মিশনে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে লড়াইয়ের মতো স্কোর স্বাগতিকেরা জমা করেছে স্কোরবোর্ডে।
ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শারমিন সুলতানা। দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ ছুড়ে দিয়েছে ২৫৪ রানের লক্ষ্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করেছে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৩.৪ ওভারে ২ উইকেটে ৯ রানে পরিণত হয় স্বাগতিকেরা। অধিনায়ক শারমিন করেছেন ৯ রান। দ্রুত ২ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন ইশমা তানজিম ও সুমাইয়া আক্তার। তৃতীয় উইকেটে ওপেনার তানজিমের সঙ্গে ৮৭ রানের জুটি গড়তে অবদান রাখেন সুমাইয়া। ২৫তম ওভারের প্রথম বলে সুমাইয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন গান্দি পাপামা লুমেলা জাফতা। ৬০ বলে ৩৮ রান করেন সুমাইয়া।
তানজিমের উইকেটও দ্রুত তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৮৩ বলে ৬ চারে ৫৭ রান করেন তানজিম। সুমাইয়া, তানজিমের দুই উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে রুবিয়া হায়দার ঝিলিক ও আফিয়া আসিমা ইরা গড়েন ৬৮ রানের জুটি। ঝিলিকের (৩৪) বিদায়ে ভাঙে এই জুটি। ষষ্ঠ উইকেটে এরপর ইরার সঙ্গে ৬১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে স্বর্ণা ৩০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৭ চার মেরেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৫৩ রান। তানজিমের ৫৭ রানই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ স্কোর।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোতসো রাপু ৬ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। তাঁর সমান ২ উইকেট পেয়েছেন ডেলমারি টাকার। একটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা।

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ নেমেছে ধবলধোলাই এড়ানোর মিশনে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে লড়াইয়ের মতো স্কোর স্বাগতিকেরা জমা করেছে স্কোরবোর্ডে।
ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শারমিন সুলতানা। দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ ছুড়ে দিয়েছে ২৫৪ রানের লক্ষ্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করেছে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৩.৪ ওভারে ২ উইকেটে ৯ রানে পরিণত হয় স্বাগতিকেরা। অধিনায়ক শারমিন করেছেন ৯ রান। দ্রুত ২ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন ইশমা তানজিম ও সুমাইয়া আক্তার। তৃতীয় উইকেটে ওপেনার তানজিমের সঙ্গে ৮৭ রানের জুটি গড়তে অবদান রাখেন সুমাইয়া। ২৫তম ওভারের প্রথম বলে সুমাইয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন গান্দি পাপামা লুমেলা জাফতা। ৬০ বলে ৩৮ রান করেন সুমাইয়া।
তানজিমের উইকেটও দ্রুত তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৮৩ বলে ৬ চারে ৫৭ রান করেন তানজিম। সুমাইয়া, তানজিমের দুই উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে রুবিয়া হায়দার ঝিলিক ও আফিয়া আসিমা ইরা গড়েন ৬৮ রানের জুটি। ঝিলিকের (৩৪) বিদায়ে ভাঙে এই জুটি। ষষ্ঠ উইকেটে এরপর ইরার সঙ্গে ৬১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে স্বর্ণা ৩০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৭ চার মেরেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৫৩ রান। তানজিমের ৫৭ রানই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ স্কোর।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোতসো রাপু ৬ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। তাঁর সমান ২ উইকেট পেয়েছেন ডেলমারি টাকার। একটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে