ক্রীড়া ডেস্ক

দুজন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা বাদে একসঙ্গে খুব একটা দেখাও যায় না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছেন বরাবর। লিওনেল মেসিকে ভালো লাগার এটাই কারণ বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দুজনই এখন ক্যারিয়ারের ক্লান্তিলগ্নে। তাই দ্বৈরথের আঁচও কমেছে বলা যায়। মাঠে সবশেষ মুখোমুখি হয়েছেন দুই বছর আগে এক প্রীতি ম্যাচে। এরপর তাদের আর সাক্ষাৎ হয়নি। তবে মেসির প্রতি ভালো লাগা কমেনি রোনালদোর। তিনি বলেন, ‘অবশ্যই মেসির প্রতি আমার ভালো লাগা আছে। আমরা ১৫ বছর ধরে একই মঞ্চে খেলেছি। আমরা মনে আছে, গালায় আমি ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করেছি, কারণ সে ইংরেজি ভালো বলতে পারে না। সে সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে এবং আমাকে শ্রদ্ধা করেছে।’
১৫ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। রোনালদোর ক্লাব আল নাসর অবশ্য খেলছে। তবে ক্লাব বিশ্বকাপে খেলতে অন্যান্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রোনালদো। তা নাকচ করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটা প্রায় নিশ্চিত যে আমি ফিফা ক্লাব বিশ্বকাপে খেলব না, যদিও অনেক ক্লাবের প্রস্তাব পেয়েছি...আমার পক্ষ থেকে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।’
রোনালদো আরও বলেন, ‘আমি সব প্রতিযোগিতায় খেলতে পারি না। আমাকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবতে হয়। তাই যতই প্রস্তাব আসুক, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে।’
তাই বলে এখনই অবসর নিচ্ছেন না রোনালদো, ‘আমার খেলার খুব বেশি বছর বাকি নেই। তবে আমি মুহূর্ত উপভোগ করছি। অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট দিন ঠিক করা নেই। যতদিন ভালো লাগবে, ততদিন চালিয়ে যেতে চাই।’
উয়েফা নেশনস লিগের ফাইনালে কাল আলিয়াঞ্জ অ্যারেনায় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন লামিনে ইয়ামাল। তরুণ তুর্কিকে নিয়ে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘ইয়ামাল খুব ভালো খেলছে। প্রতিভাকে কাজে লাগাচ্ছে। ছেলেটাকে বেড়ে উঠতে দিন। অতিরিক্ত চাপ না দিয়ে তাকে যেমন আছে তেমন থাকতে দিন। তার মধ্যে প্রতিভার কমতি নেই।’

দুজন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা বাদে একসঙ্গে খুব একটা দেখাও যায় না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছেন বরাবর। লিওনেল মেসিকে ভালো লাগার এটাই কারণ বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দুজনই এখন ক্যারিয়ারের ক্লান্তিলগ্নে। তাই দ্বৈরথের আঁচও কমেছে বলা যায়। মাঠে সবশেষ মুখোমুখি হয়েছেন দুই বছর আগে এক প্রীতি ম্যাচে। এরপর তাদের আর সাক্ষাৎ হয়নি। তবে মেসির প্রতি ভালো লাগা কমেনি রোনালদোর। তিনি বলেন, ‘অবশ্যই মেসির প্রতি আমার ভালো লাগা আছে। আমরা ১৫ বছর ধরে একই মঞ্চে খেলেছি। আমরা মনে আছে, গালায় আমি ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করেছি, কারণ সে ইংরেজি ভালো বলতে পারে না। সে সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে এবং আমাকে শ্রদ্ধা করেছে।’
১৫ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। রোনালদোর ক্লাব আল নাসর অবশ্য খেলছে। তবে ক্লাব বিশ্বকাপে খেলতে অন্যান্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রোনালদো। তা নাকচ করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটা প্রায় নিশ্চিত যে আমি ফিফা ক্লাব বিশ্বকাপে খেলব না, যদিও অনেক ক্লাবের প্রস্তাব পেয়েছি...আমার পক্ষ থেকে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।’
রোনালদো আরও বলেন, ‘আমি সব প্রতিযোগিতায় খেলতে পারি না। আমাকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবতে হয়। তাই যতই প্রস্তাব আসুক, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে।’
তাই বলে এখনই অবসর নিচ্ছেন না রোনালদো, ‘আমার খেলার খুব বেশি বছর বাকি নেই। তবে আমি মুহূর্ত উপভোগ করছি। অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট দিন ঠিক করা নেই। যতদিন ভালো লাগবে, ততদিন চালিয়ে যেতে চাই।’
উয়েফা নেশনস লিগের ফাইনালে কাল আলিয়াঞ্জ অ্যারেনায় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন লামিনে ইয়ামাল। তরুণ তুর্কিকে নিয়ে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘ইয়ামাল খুব ভালো খেলছে। প্রতিভাকে কাজে লাগাচ্ছে। ছেলেটাকে বেড়ে উঠতে দিন। অতিরিক্ত চাপ না দিয়ে তাকে যেমন আছে তেমন থাকতে দিন। তার মধ্যে প্রতিভার কমতি নেই।’

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজের
১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৪ মাসের মাথায় আবারও কোচ পরিবর্তন করল ম্যানচেস্টার ইউনাইটেড। রুমেন আমোরিমকে ছাঁটাই করেছে তারা। এমন ঘোষণা অবশ্য আসন্ন ছিল।
৩ ঘণ্টা আগে