Ajker Patrika

এশিয়া কাপ না খেলার কথা গুঞ্জন বলে উড়িয়ে দিল ভারত

ক্রীড়া ডেস্ক    
এশিয়া কাপ খেলবে না, এমন কোনো আলোচনাই হয়নি বিসিসিআইয়ের। ছবি: এএফপি
এশিয়া কাপ খেলবে না, এমন কোনো আলোচনাই হয়নি বিসিসিআইয়ের। ছবি: এএফপি

২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।

ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।

আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’

দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ