ক্রীড়া ডেস্ক

‘রেকর্ডের বরপুত্র’ উপাধি লিওনেল মেসি পেয়ে গেছেন অনেক আগেই। ক্যারিয়ারে কত শিরোপা তিনি জিতেছেন, সেটা তাঁর ক্যাবিনেট খুলে গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে। রেকর্ড তো তিনি গড়ছেন নিয়মিতই। ৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আছেন দারুণ ছন্দে।
২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে যখন নামবে আর্জেন্টিনা, সেটাই তাঁর শেষ হতে যাচ্ছে বলে গুঞ্জন চলছে। সময় যত এগোচ্ছে, আরও এই আলাপ-আলোচনা চলছে বেশি করে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, সেটা ছিল ‘মেসিময়’। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে নিয়ে করা প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন,
‘আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির কোনো উত্তরাধিকারী কি আছে? না নেই। থাকা সম্ভবও না। অনেক গ্রেট খেলোয়াড় আছেন। তাঁরা একেকটা যুগকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু সে যা করেছে, আমার মতে সেটার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব।’
২০১৮ থেকে আর্জেন্টিনার কোচের দায়িত্বে আছেন স্কালোনি। অন্যদিকে মেসি আন্তর্জাতিক ফুটবলে খেলছেন ২০০৫ সাল থেকে। স্কালোনি জাদুতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। এই চার শিরোপাজয়ী দলে ছিলেন মেসি, যার মধ্যে ২০২২ ফুটবল বিশ্বকাপে বিশ্ব ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুইবার জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। এমনকি মেসির সঙ্গে এক বছর আর্জেন্টিনার হয়ে খেলেছিলেনও স্কালোনি।
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ফুটবলে অকল্পনীয় অনেক ব্যাপার আছে। কিন্তু এটা আপনাকে একরকম নিশ্চিত করেই বলতে পারি, এমন কাউকে দেখা অসম্ভব। আমার মতে, তার (মেসি) কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’
লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার বাছাইপর্বে এখন বাকি দুই ম্যাচ। আগামীকালের মতো মেসি-স্কালোনিকে যেতে হবে ইকুয়েডরে। ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। শোনা যাচ্ছে এটাই হতে পারে এবারই বাছাইপর্বে শেষ বারের মতো নামতে যাচ্ছেন মেসি। যদি তেমন কিছুই হয়, তাহলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটাই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ হচ্ছে। স্কালোনি বলেন, ‘কালকের ম্যাচটা আবেগঘন এক ম্যাচ হতে যাচ্ছে। যদি সেটা সত্যিই হয় যে এটা তার বাছাইপর্বের শেষ ম্যাচ, তাহলে তো বিশেষ কিছুই হতে যাচ্ছে।’
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষে পরবর্তী ফুটবল বিশ্বকাপ হবে ২০৩০ সালে। ২৪তম ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২০২৭ সালে বাছাইপর্ব শুরু হবে। ২০২৭ সালে আর্জেন্টাইন ফরোয়ার্ড ৪০ বছর পার করে ফেলবেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে চোট তাঁকে বেশ ভোগাচ্ছে। এখন ৫ ও ১০ সেপ্টেম্বর বাছাইপর্বের দুটি ম্যাচ শেষে মেসি কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার অপেক্ষা।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৪৬ শিরোপা জিতেছেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে তৃতীয় শিরোপা জয়ের কাছাকাছি মেসি চলে এলেও সেটা সম্ভব হয়নি। লুমেন ফিল্ড স্টেডিয়ামে সোমবার সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারে মায়ামি। ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড—মায়ামির হয়ে এ দুটি শিরোপা মেসি জিতেছেন। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।

‘রেকর্ডের বরপুত্র’ উপাধি লিওনেল মেসি পেয়ে গেছেন অনেক আগেই। ক্যারিয়ারে কত শিরোপা তিনি জিতেছেন, সেটা তাঁর ক্যাবিনেট খুলে গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে। রেকর্ড তো তিনি গড়ছেন নিয়মিতই। ৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আছেন দারুণ ছন্দে।
২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে যখন নামবে আর্জেন্টিনা, সেটাই তাঁর শেষ হতে যাচ্ছে বলে গুঞ্জন চলছে। সময় যত এগোচ্ছে, আরও এই আলাপ-আলোচনা চলছে বেশি করে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, সেটা ছিল ‘মেসিময়’। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে নিয়ে করা প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন,
‘আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির কোনো উত্তরাধিকারী কি আছে? না নেই। থাকা সম্ভবও না। অনেক গ্রেট খেলোয়াড় আছেন। তাঁরা একেকটা যুগকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু সে যা করেছে, আমার মতে সেটার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব।’
২০১৮ থেকে আর্জেন্টিনার কোচের দায়িত্বে আছেন স্কালোনি। অন্যদিকে মেসি আন্তর্জাতিক ফুটবলে খেলছেন ২০০৫ সাল থেকে। স্কালোনি জাদুতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। এই চার শিরোপাজয়ী দলে ছিলেন মেসি, যার মধ্যে ২০২২ ফুটবল বিশ্বকাপে বিশ্ব ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুইবার জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। এমনকি মেসির সঙ্গে এক বছর আর্জেন্টিনার হয়ে খেলেছিলেনও স্কালোনি।
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ফুটবলে অকল্পনীয় অনেক ব্যাপার আছে। কিন্তু এটা আপনাকে একরকম নিশ্চিত করেই বলতে পারি, এমন কাউকে দেখা অসম্ভব। আমার মতে, তার (মেসি) কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’
লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার বাছাইপর্বে এখন বাকি দুই ম্যাচ। আগামীকালের মতো মেসি-স্কালোনিকে যেতে হবে ইকুয়েডরে। ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। শোনা যাচ্ছে এটাই হতে পারে এবারই বাছাইপর্বে শেষ বারের মতো নামতে যাচ্ছেন মেসি। যদি তেমন কিছুই হয়, তাহলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটাই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ হচ্ছে। স্কালোনি বলেন, ‘কালকের ম্যাচটা আবেগঘন এক ম্যাচ হতে যাচ্ছে। যদি সেটা সত্যিই হয় যে এটা তার বাছাইপর্বের শেষ ম্যাচ, তাহলে তো বিশেষ কিছুই হতে যাচ্ছে।’
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষে পরবর্তী ফুটবল বিশ্বকাপ হবে ২০৩০ সালে। ২৪তম ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২০২৭ সালে বাছাইপর্ব শুরু হবে। ২০২৭ সালে আর্জেন্টাইন ফরোয়ার্ড ৪০ বছর পার করে ফেলবেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে চোট তাঁকে বেশ ভোগাচ্ছে। এখন ৫ ও ১০ সেপ্টেম্বর বাছাইপর্বের দুটি ম্যাচ শেষে মেসি কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার অপেক্ষা।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৪৬ শিরোপা জিতেছেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে তৃতীয় শিরোপা জয়ের কাছাকাছি মেসি চলে এলেও সেটা সম্ভব হয়নি। লুমেন ফিল্ড স্টেডিয়ামে সোমবার সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারে মায়ামি। ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড—মায়ামির হয়ে এ দুটি শিরোপা মেসি জিতেছেন। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে