ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন বিস্ফোরিত হচ্ছে। যার একটি পড়েছে দেশটির অন্যতম বিখ্যাত এক স্টেডিয়ামে। ফলশ্রুতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে অন্য স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব কিছুটা হলেও যে ক্রিকেটে পড়বে, সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আজ সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তাতে দুই জন আহত হয়েছে। আর পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এ স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এমন যুদ্ধাবস্থায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে আজ রাতে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া করাচি কিংস-পেশোয়ার জালমি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে ম্যাচটি কবে, কখন হবে, তা জানা যায়নি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, বাহওয়ালপুরে আজ ড্রোন বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিতে বিধ্বস্ত ড্রোনগুলো ভারতের বলে দাবি করা হয়েছে। করাচি, উমারকোট, শেখুপুরাতেও ভারত ড্রোন হামলা করেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি।
পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত ড্রোনটা নজরদারির উদ্দেশ্যেই চালানো হয়েছিল। স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোনের কারণে। স্টেডিয়ামের কাছে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ভেন্যু বদলে করাচিতে পাঠানো হয়েছে।
এবারের পিএসএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৬ ম্যাচ। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুই, তিন ও চারে থাকা করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১০, ১০ ও ৯। যেখানে লাহোরে খেলছেন রিশাদ হোসেন। আর নাহিদ রানার এখনো পিএসএলে ম্যাচ খেলা হয়নি। তাঁকে নিয়েছে পেশোয়ার। দুই বাংলাদেশি এখনো পাকিস্তানে অবস্থান করছেন। নাহিদ রানার সঙ্গে সেলফি তুলে রিশাদ আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘ভ্রাতৃত্ব।’

পাকিস্তানের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন বিস্ফোরিত হচ্ছে। যার একটি পড়েছে দেশটির অন্যতম বিখ্যাত এক স্টেডিয়ামে। ফলশ্রুতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে অন্য স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব কিছুটা হলেও যে ক্রিকেটে পড়বে, সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আজ সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তাতে দুই জন আহত হয়েছে। আর পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এ স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এমন যুদ্ধাবস্থায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে আজ রাতে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া করাচি কিংস-পেশোয়ার জালমি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে ম্যাচটি কবে, কখন হবে, তা জানা যায়নি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, বাহওয়ালপুরে আজ ড্রোন বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিতে বিধ্বস্ত ড্রোনগুলো ভারতের বলে দাবি করা হয়েছে। করাচি, উমারকোট, শেখুপুরাতেও ভারত ড্রোন হামলা করেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি।
পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত ড্রোনটা নজরদারির উদ্দেশ্যেই চালানো হয়েছিল। স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোনের কারণে। স্টেডিয়ামের কাছে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ভেন্যু বদলে করাচিতে পাঠানো হয়েছে।
এবারের পিএসএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৬ ম্যাচ। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুই, তিন ও চারে থাকা করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১০, ১০ ও ৯। যেখানে লাহোরে খেলছেন রিশাদ হোসেন। আর নাহিদ রানার এখনো পিএসএলে ম্যাচ খেলা হয়নি। তাঁকে নিয়েছে পেশোয়ার। দুই বাংলাদেশি এখনো পাকিস্তানে অবস্থান করছেন। নাহিদ রানার সঙ্গে সেলফি তুলে রিশাদ আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘ভ্রাতৃত্ব।’

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
১ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে