ক্রীড়া ডেস্ক

লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগ স্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবস্যার চাঁদ’-এর মতো।
টানা চার ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া রিশাদের এখন ম্যাচ খেলার সুযোগই হচ্ছে না। ডাগআউট ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তাঁর সময় কাটছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ এপ্রিল সবশেষ পিএসএলে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৩ বলে ১৩ রান করলেও বোলিংয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই লেগস্পিনার। লাহোর এরপর তিন ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পাননি একাদশে।
রিশাদহীন লাহোর কালান্দার্স যে তিন ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটিতে জিতেছে দল। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে লাহোর কালান্দার্স শুরুটা ভালো করেছিল। প্রথম ১১.৩ ওভারে ৩ উইকেটে লাহোর কালান্দার্স ১১৩ রান করার পরই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয় সেখানে। শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টিরই।
রিশাদকে ছাড়া যে চার বিদেশি ক্রিকেটার নিয়ে লাহোর কালান্দার্স একাদশ সাজিয়েছে, তাঁরা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২৬ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছিলেন ড্যারিল মিচেল। ৩৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১ উইকেট। খরুচে বোলিংটা পুষিয়ে দিয়েছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে। ৮ ম্যাচে ২৪১ রান করে এখনো পর্যন্ত ২০২৫ পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল। সিকান্দার রাজা, স্যাম বিলিংস শেষের দিকে নেমে ঝড় তুলে ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছেন। আর রিশাদের পরিবর্তে সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ পাওয়া টম কারেন দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ডের পেসার রান কম খরচ করে তুলে নিচ্ছেন উইকেট।
লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ। হেরেছে ৩ ম্যাচ ও বৃষ্টিতে ভেস্তে গেছে ১ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের দুইয়ে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৯ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা তিনে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা করাচি কিংসের পয়েন্ট ২। পয়েন্ট টেবিলের শীর্ষ চার খেলবে প্লে অফে। কালান্দার্স বলতে গেলে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচ ও পরবর্তী রাউন্ডে উঠলে রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চার বিদেশি ক্রিকেটারের কারও বাজে পারফরম্যান্সে হয়তো সুযোগ মিলতে পারে রিশাদের।
রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হয় দশম পিএসএল। সেই ম্যাচে সুযোগ না পাওয়া রিশাদ এরপর টানা চার ম্যাচে লাহোরের জার্সিতে খেলেছেন। ৮.৫৭ ইকোনমিতে বাংলাদেশের লেগস্পিনার নিয়েছেন ৮ উইকেট।

লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগ স্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবস্যার চাঁদ’-এর মতো।
টানা চার ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া রিশাদের এখন ম্যাচ খেলার সুযোগই হচ্ছে না। ডাগআউট ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তাঁর সময় কাটছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ এপ্রিল সবশেষ পিএসএলে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৩ বলে ১৩ রান করলেও বোলিংয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই লেগস্পিনার। লাহোর এরপর তিন ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পাননি একাদশে।
রিশাদহীন লাহোর কালান্দার্স যে তিন ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটিতে জিতেছে দল। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে লাহোর কালান্দার্স শুরুটা ভালো করেছিল। প্রথম ১১.৩ ওভারে ৩ উইকেটে লাহোর কালান্দার্স ১১৩ রান করার পরই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয় সেখানে। শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টিরই।
রিশাদকে ছাড়া যে চার বিদেশি ক্রিকেটার নিয়ে লাহোর কালান্দার্স একাদশ সাজিয়েছে, তাঁরা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২৬ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছিলেন ড্যারিল মিচেল। ৩৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১ উইকেট। খরুচে বোলিংটা পুষিয়ে দিয়েছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে। ৮ ম্যাচে ২৪১ রান করে এখনো পর্যন্ত ২০২৫ পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল। সিকান্দার রাজা, স্যাম বিলিংস শেষের দিকে নেমে ঝড় তুলে ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছেন। আর রিশাদের পরিবর্তে সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ পাওয়া টম কারেন দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ডের পেসার রান কম খরচ করে তুলে নিচ্ছেন উইকেট।
লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ। হেরেছে ৩ ম্যাচ ও বৃষ্টিতে ভেস্তে গেছে ১ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের দুইয়ে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৯ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা তিনে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা করাচি কিংসের পয়েন্ট ২। পয়েন্ট টেবিলের শীর্ষ চার খেলবে প্লে অফে। কালান্দার্স বলতে গেলে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচ ও পরবর্তী রাউন্ডে উঠলে রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চার বিদেশি ক্রিকেটারের কারও বাজে পারফরম্যান্সে হয়তো সুযোগ মিলতে পারে রিশাদের।
রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হয় দশম পিএসএল। সেই ম্যাচে সুযোগ না পাওয়া রিশাদ এরপর টানা চার ম্যাচে লাহোরের জার্সিতে খেলেছেন। ৮.৫৭ ইকোনমিতে বাংলাদেশের লেগস্পিনার নিয়েছেন ৮ উইকেট।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৮ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে