ক্রীড়া ডেস্ক

হাত না মেলানো বিতর্ক যেন থামছেই না। এবার এই ইস্যুতে নতুন নাটকের জন্ম দিলো পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করেছে সালমান আলী আগার দল।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। নিয়ম অনুযায়ী তার আগে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করার কথা ছিল তাদের। তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানায়, সংবাদ সম্মেলনে হাজির হবে না পাকিস্তানের কোনো ক্রিকেটার। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।
পাকিস্তান সংবাদ সম্মেলন বাতিল করায় আরব আমিরাতের বিপক্ষে তাদের খেলা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হলো। ভারতের খেলোয়াড়রা হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটদের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ আনে পাকিস্তান। তাদের দাবি, ম্যাচে সালমানকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর কথা বলেন পাইক্রফট।
এজন্য পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়ে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি। অন্যথায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের করবে বলে জানায় তারা। যদিও তাদের দাবি নাকচ করে পাইক্রফটের অবস্থানকে সঠিক বলে ব্যাখ্যা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এমন অবস্থানের পর পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে–টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এমনটাই জানিয়েছিল এনডিটিভি। তবে আরব আমিরাত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে হাত না মেলানো বিতর্ককে নতুন করে উসকে দিলো পাকিস্তান।
শেষ পর্যন্ত আবর আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে ক্ষতিটা পাকিস্তানেরই হবে। তখন ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে চলে যাবে আরব আমিরাত। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেরা চারে পা রেখেছে ভারত। আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

হাত না মেলানো বিতর্ক যেন থামছেই না। এবার এই ইস্যুতে নতুন নাটকের জন্ম দিলো পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করেছে সালমান আলী আগার দল।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। নিয়ম অনুযায়ী তার আগে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করার কথা ছিল তাদের। তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানায়, সংবাদ সম্মেলনে হাজির হবে না পাকিস্তানের কোনো ক্রিকেটার। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।
পাকিস্তান সংবাদ সম্মেলন বাতিল করায় আরব আমিরাতের বিপক্ষে তাদের খেলা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হলো। ভারতের খেলোয়াড়রা হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটদের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ আনে পাকিস্তান। তাদের দাবি, ম্যাচে সালমানকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর কথা বলেন পাইক্রফট।
এজন্য পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়ে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি। অন্যথায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের করবে বলে জানায় তারা। যদিও তাদের দাবি নাকচ করে পাইক্রফটের অবস্থানকে সঠিক বলে ব্যাখ্যা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এমন অবস্থানের পর পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে–টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এমনটাই জানিয়েছিল এনডিটিভি। তবে আরব আমিরাত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে হাত না মেলানো বিতর্ককে নতুন করে উসকে দিলো পাকিস্তান।
শেষ পর্যন্ত আবর আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে ক্ষতিটা পাকিস্তানেরই হবে। তখন ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে চলে যাবে আরব আমিরাত। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেরা চারে পা রেখেছে ভারত। আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২১ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৫ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে