নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচে তাঁকে ১০ হাজার টাকা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এতে তাঁর নামের পাশে যোগ হয়েছে মোট ৮ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়।
সূত্র জানায়, আম্পায়ার ও ম্যাচ রেফারির স্বাক্ষরিত খেলোয়াড়ের আচরণবিধি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আম্পায়ারের আউটের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন হৃদয়। তখন তিনি পিচ দেখিয়েছেন। মাথা নাড়িয়েছেন।’ এই আচরণে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগেই তাঁর নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। আরও ১ পয়েন্ট যোগ হওয়ায় এখন তিনি ৪ ম্যাচ নিষিদ্ধ। সে হিসেবে ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি খেলার কথা নয় মোহামেডান অধিনায়ক হৃদয়ের।
যদিও আজ কোনো এলবিডব্লিউ কিংবা জটিল সিদ্ধান্তের বিষয় ছিল না। তিনি বোলার ওয়াসি সিদ্দিকের বলে গাজী গ্রুপের উইকেটকিপারের কাছে ক্যাচ তুলে দিয়েছিলেন। উইকেটকিপার ক্যাচটা না ধরতে পারলেও গ্লাভসে লেগে চলে যায় গালিতে থাকা শেখ পারভেজ জীবনের হাতে। আউটের পর হৃদয় হতাশ হয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেই আম্পায়ারদের মনে হয়েছে আচরণবিধির লেভেল ১ ভেঙেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আম্পায়ার্সের বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সে আগেই ৭ পয়েন্ট পেয়েছিল। এখন যোগ হলো আরও ১ পয়েন্ট। বিষয়টি এখন টেকনিক্যাল কমিটির কাছে।’

আবারও শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচে তাঁকে ১০ হাজার টাকা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এতে তাঁর নামের পাশে যোগ হয়েছে মোট ৮ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়।
সূত্র জানায়, আম্পায়ার ও ম্যাচ রেফারির স্বাক্ষরিত খেলোয়াড়ের আচরণবিধি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আম্পায়ারের আউটের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন হৃদয়। তখন তিনি পিচ দেখিয়েছেন। মাথা নাড়িয়েছেন।’ এই আচরণে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগেই তাঁর নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। আরও ১ পয়েন্ট যোগ হওয়ায় এখন তিনি ৪ ম্যাচ নিষিদ্ধ। সে হিসেবে ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি খেলার কথা নয় মোহামেডান অধিনায়ক হৃদয়ের।
যদিও আজ কোনো এলবিডব্লিউ কিংবা জটিল সিদ্ধান্তের বিষয় ছিল না। তিনি বোলার ওয়াসি সিদ্দিকের বলে গাজী গ্রুপের উইকেটকিপারের কাছে ক্যাচ তুলে দিয়েছিলেন। উইকেটকিপার ক্যাচটা না ধরতে পারলেও গ্লাভসে লেগে চলে যায় গালিতে থাকা শেখ পারভেজ জীবনের হাতে। আউটের পর হৃদয় হতাশ হয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেই আম্পায়ারদের মনে হয়েছে আচরণবিধির লেভেল ১ ভেঙেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আম্পায়ার্সের বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সে আগেই ৭ পয়েন্ট পেয়েছিল। এখন যোগ হলো আরও ১ পয়েন্ট। বিষয়টি এখন টেকনিক্যাল কমিটির কাছে।’

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে