ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে খেলেছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে মুলতান সুলতানসের প্রথম সারির দুই ব্যাটার উসমান খান, অ্যাশটন টার্নারের উইকেট রিশাদ নিলেও খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। বোলিংয়ে না পারলেও যে ব্যাটিংয়ে মাঝেমধ্যে ঝলক দেখান, সেখানে করেছেন ৪ বলে ২ রান। রিশাদের ব্যর্থতার দিনে লাহোর হেরেছে ৩৩ রানে।
রিশাদের ভুলে যাওয়ার মতো একটি দিনে তাঁর ওপর ভরসা রাখছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘রিশাদ ভালো বোলিং করছে। উইকেট পাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে পিচ সহায়তা করেনি। আর টুর্নামেন্ট যতই এগোবে, সে আরও বেশি কার্যকরী হবে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়েছেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লেতে (৬ ওভার) মুলতান কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৭৯ রান। বিস্ফোরক মুলতানকে থামাতে লাহোরের সাত বোলার বোলিং করেছেন। তাঁদের মধ্যে আসিফ আফ্রিদি (৬.৫ ইকোনমি) ও সিকান্দার রাজা (৭.৫ ইকোনমি) তুলনামূলক ভালো বোলিং করেছেন। দুজনেই নিয়েছেন একটি করে উইকেট। ঝোড়ো শুরু করা মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান করে।
৩৩ রানে হারের পর লাহোর কালান্দার্স ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। তাদের নেট রানরেট +১.০৯৫। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ তারা খেলে ফেলেছে। শাহিনের আশা টুর্নামেন্টের বাকি অংশে লাহোর ঘুরে দাঁড়াবে। লাহোর অধিনায়ক বলেন, ‘কন্ডিশন কঠিন ছিল। বোলাররা ভিন্ন কিছু চেষ্টা করেছে। তবে বল সহজেই ব্যাটে আসছিল। টুর্নামেন্ট সবে শুরু। এখনো অনেক দূর যেতে হবে।’
লাহোর কালান্দার্স ৪ ম্যাচ খেললেও রিশাদ খেলেছেন ৩ ম্যাচ। ৮.৫০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তাঁর সমান ৮ উইকেট নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খান ও করাচি কিংসের আব্বাস আফ্রিদি। ১১ ও ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষ দুইয়ে জেসন হোল্ডার ও হাসান আলী। হোল্ডার খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। আর হাসানের দল করাচি কিংসে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে খেলেছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে মুলতান সুলতানসের প্রথম সারির দুই ব্যাটার উসমান খান, অ্যাশটন টার্নারের উইকেট রিশাদ নিলেও খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। বোলিংয়ে না পারলেও যে ব্যাটিংয়ে মাঝেমধ্যে ঝলক দেখান, সেখানে করেছেন ৪ বলে ২ রান। রিশাদের ব্যর্থতার দিনে লাহোর হেরেছে ৩৩ রানে।
রিশাদের ভুলে যাওয়ার মতো একটি দিনে তাঁর ওপর ভরসা রাখছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘রিশাদ ভালো বোলিং করছে। উইকেট পাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে পিচ সহায়তা করেনি। আর টুর্নামেন্ট যতই এগোবে, সে আরও বেশি কার্যকরী হবে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়েছেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লেতে (৬ ওভার) মুলতান কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৭৯ রান। বিস্ফোরক মুলতানকে থামাতে লাহোরের সাত বোলার বোলিং করেছেন। তাঁদের মধ্যে আসিফ আফ্রিদি (৬.৫ ইকোনমি) ও সিকান্দার রাজা (৭.৫ ইকোনমি) তুলনামূলক ভালো বোলিং করেছেন। দুজনেই নিয়েছেন একটি করে উইকেট। ঝোড়ো শুরু করা মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান করে।
৩৩ রানে হারের পর লাহোর কালান্দার্স ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। তাদের নেট রানরেট +১.০৯৫। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ তারা খেলে ফেলেছে। শাহিনের আশা টুর্নামেন্টের বাকি অংশে লাহোর ঘুরে দাঁড়াবে। লাহোর অধিনায়ক বলেন, ‘কন্ডিশন কঠিন ছিল। বোলাররা ভিন্ন কিছু চেষ্টা করেছে। তবে বল সহজেই ব্যাটে আসছিল। টুর্নামেন্ট সবে শুরু। এখনো অনেক দূর যেতে হবে।’
লাহোর কালান্দার্স ৪ ম্যাচ খেললেও রিশাদ খেলেছেন ৩ ম্যাচ। ৮.৫০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তাঁর সমান ৮ উইকেট নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খান ও করাচি কিংসের আব্বাস আফ্রিদি। ১১ ও ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষ দুইয়ে জেসন হোল্ডার ও হাসান আলী। হোল্ডার খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। আর হাসানের দল করাচি কিংসে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১০ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে