ক্রীড়া ডেস্ক

প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সুযোগ থাকলেও নেইমার বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরতে পারেননি। নেইমারের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো তারকারাও সুযোগ পাননি ব্রাজিলের বাছাইপর্বের দলে। তবে একাধিক তারকা ফুটবলারের অনুপস্থিতি খুব একটা অনুভব করেনি ব্রাজিল। চিলিকে আজ উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বে এরই মধ্যে উঠে গেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দলটির কাছে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ নিজেদের আরও শাণিত করার দারুণ সুযোগ। বাংলাদেশ সময় আজ সকালে মারাকানায় বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল তিনটি করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেজ।
মারাকানায় আজ চিলির ওপর শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ৬৪ শতাংশ বল দখলে নিয়ে ব্রাজিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৮ শট। অন্যদিকে চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। কিন্তু ব্রাজিলের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের বাইসাইকেল কিকে এগিয়ে যায় ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম গোল করলেন এস্তেভাও। প্রথমার্ধের শেষ ভাগে ঘটেছে এক অদ্ভুতুড়ে ঘটনা। চিলির ডিফেন্ডার গুইলার্মো মারিপান দেখেন লাল কার্ড। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যাচাই-বাছাই করে সেটা হলুদ কার্ড করে দিয়েছে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোচ আনচেলত্তি ট্যাকটিকাল কয়েকটি পরিবর্তন এনেছেন। এস্তেভাওয়ের পরিবর্তে ৬৬ মিনিটে নেমেছেন লুইস হেনরিকে। ৫ মিনিট পর আরও একটি বদল আনে ব্রাজিল। ৭১ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে নামেন লুকাস পাকেতা। বদল আনার পরই ব্রাজিলের খেলার ধরনে পরিবর্তন আসে। ৭২ মিনিটে হেনরিকের অ্যাসিস্টে গোল করেন পাকেতা। হেনরিকে প্রথম বাঁ পাশ দিয়ে ড্রিবলিং করে ক্রস দিয়েছেন। তাঁর ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন পাকেতা।
ব্রাজিলের তৃতীয় গোলেও ছিল হেনরিকের অবদান। ডান পাশ থেকে আক্রমণ শুরু করেন হেনরিকে। তাঁর সঙ্গে ব্রুনো গিমারেসের দারুণ এক সমন্বয় গড়ে ওঠে। চিলির গোলরক্ষক লরেন্স ভিগোরোক্সকে ড্রিবলিংয়ে গিমারেস বোকা বানালেও প্রথমবারে লক্ষ্যভেদ করতে পারেননি। ফিরতি সুযোগে গোল করেন গিমারেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা ব্রাজিল পেয়েছে ২৮ পয়েন্ট। ১০ দলের মধ্যে সবার নিচে থাকা চিলির পয়েন্ট ১০। প্রত্যেকেই ১৭টি করে ম্যাচ খেলেছে।

প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সুযোগ থাকলেও নেইমার বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরতে পারেননি। নেইমারের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো তারকারাও সুযোগ পাননি ব্রাজিলের বাছাইপর্বের দলে। তবে একাধিক তারকা ফুটবলারের অনুপস্থিতি খুব একটা অনুভব করেনি ব্রাজিল। চিলিকে আজ উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বে এরই মধ্যে উঠে গেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দলটির কাছে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ নিজেদের আরও শাণিত করার দারুণ সুযোগ। বাংলাদেশ সময় আজ সকালে মারাকানায় বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল তিনটি করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেজ।
মারাকানায় আজ চিলির ওপর শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ৬৪ শতাংশ বল দখলে নিয়ে ব্রাজিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৮ শট। অন্যদিকে চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। কিন্তু ব্রাজিলের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের বাইসাইকেল কিকে এগিয়ে যায় ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম গোল করলেন এস্তেভাও। প্রথমার্ধের শেষ ভাগে ঘটেছে এক অদ্ভুতুড়ে ঘটনা। চিলির ডিফেন্ডার গুইলার্মো মারিপান দেখেন লাল কার্ড। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যাচাই-বাছাই করে সেটা হলুদ কার্ড করে দিয়েছে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোচ আনচেলত্তি ট্যাকটিকাল কয়েকটি পরিবর্তন এনেছেন। এস্তেভাওয়ের পরিবর্তে ৬৬ মিনিটে নেমেছেন লুইস হেনরিকে। ৫ মিনিট পর আরও একটি বদল আনে ব্রাজিল। ৭১ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে নামেন লুকাস পাকেতা। বদল আনার পরই ব্রাজিলের খেলার ধরনে পরিবর্তন আসে। ৭২ মিনিটে হেনরিকের অ্যাসিস্টে গোল করেন পাকেতা। হেনরিকে প্রথম বাঁ পাশ দিয়ে ড্রিবলিং করে ক্রস দিয়েছেন। তাঁর ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন পাকেতা।
ব্রাজিলের তৃতীয় গোলেও ছিল হেনরিকের অবদান। ডান পাশ থেকে আক্রমণ শুরু করেন হেনরিকে। তাঁর সঙ্গে ব্রুনো গিমারেসের দারুণ এক সমন্বয় গড়ে ওঠে। চিলির গোলরক্ষক লরেন্স ভিগোরোক্সকে ড্রিবলিংয়ে গিমারেস বোকা বানালেও প্রথমবারে লক্ষ্যভেদ করতে পারেননি। ফিরতি সুযোগে গোল করেন গিমারেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা ব্রাজিল পেয়েছে ২৮ পয়েন্ট। ১০ দলের মধ্যে সবার নিচে থাকা চিলির পয়েন্ট ১০। প্রত্যেকেই ১৭টি করে ম্যাচ খেলেছে।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে