ক্রীড়া ডেস্ক

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে