ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানে গত কয়েক বছর ধরে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে। কারণ, তালেবানরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম, খেলাধুলায় দিয়েছে নিষেধাজ্ঞা। এবার আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা একটি টাস্কফোর্সও গঠন করেছে।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটারদের সহায়তা করতে একটি বিশেষ টাসফোর্স গঠনের কথা জানিয়েছে আইসিসি। বিসিসিআই, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)- এর মাধ্যমে গঠন করা হয়েছে টাস্কফোর্স। বিশেষ এই টাস্কফোর্সের মাধ্যমে আফগান নারী ক্রিকেটারদের খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশে আর্থিকভাবে সহায়তা করা হবে। আইসিসি একটি বিশেষ তহবিল গঠন করবে। টাস্কফোর্স ও তহবিলের মাধ্যমে অর্থনৈতিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা না করে ক্রিকেটে যেন আফগান নারীরা মনোযোগ দিতে পারে, সেজন্যই এই উদ্যোগ। একই সঙ্গে হাই-পারফরম্যান্স প্রোগ্রামের ব্যবস্থা করছে। এর আওতায় উন্নতমানের কোচিং, বিশ্বমানের প্রশিক্ষণের সুবিধা এবং মেন্টরশিপ দেওয়া হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্রিকেটের অভিভাবক সংস্থার এই উদ্যোগ নিয়ে পোস্ট করেছেন। জয় শাহ লিখেছেন,
‘আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা হিসেবে আমরা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে প্রতিজ্ঞাদ্ধ। যেকোনো প্রেক্ষাপটেই যেন কোনো ক্রিকেটার তাঁর প্রতিভা প্রকাশ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আমরা এই টাস্কফোর্স ও তহবিল গঠন করতে পেরে গর্বিত। একই সঙ্গে হাইপারফরম্যান্স প্রোগ্রামের মাধ্যমে বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটাররা যেন ক্রিকেট চালিয়ে যেতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছি। বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া ও ঐক্য, দৃঢ়তা, আশার বার্তা ছড়াতে আমাদের এই পদক্ষেপ।’
আইসিসির আশা এমন পদক্ষেপ আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জীবন রক্ষায় সাহায্য করবে। পাশাপাশি ক্রিকেট একটি ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে। সীমান্ত ও প্রতিকূলতা অতিক্রম করে খেলাটি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা ক্রিকেটের অভিভাবক সংস্থার। এর আগে আফগান নারী ক্রিকেটারদের শিক্ষার অধিকার আদায়ে সোচ্চার হয়েছিলেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

আফগানিস্তানে গত কয়েক বছর ধরে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে। কারণ, তালেবানরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম, খেলাধুলায় দিয়েছে নিষেধাজ্ঞা। এবার আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা একটি টাস্কফোর্সও গঠন করেছে।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটারদের সহায়তা করতে একটি বিশেষ টাসফোর্স গঠনের কথা জানিয়েছে আইসিসি। বিসিসিআই, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)- এর মাধ্যমে গঠন করা হয়েছে টাস্কফোর্স। বিশেষ এই টাস্কফোর্সের মাধ্যমে আফগান নারী ক্রিকেটারদের খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশে আর্থিকভাবে সহায়তা করা হবে। আইসিসি একটি বিশেষ তহবিল গঠন করবে। টাস্কফোর্স ও তহবিলের মাধ্যমে অর্থনৈতিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা না করে ক্রিকেটে যেন আফগান নারীরা মনোযোগ দিতে পারে, সেজন্যই এই উদ্যোগ। একই সঙ্গে হাই-পারফরম্যান্স প্রোগ্রামের ব্যবস্থা করছে। এর আওতায় উন্নতমানের কোচিং, বিশ্বমানের প্রশিক্ষণের সুবিধা এবং মেন্টরশিপ দেওয়া হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্রিকেটের অভিভাবক সংস্থার এই উদ্যোগ নিয়ে পোস্ট করেছেন। জয় শাহ লিখেছেন,
‘আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা হিসেবে আমরা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে প্রতিজ্ঞাদ্ধ। যেকোনো প্রেক্ষাপটেই যেন কোনো ক্রিকেটার তাঁর প্রতিভা প্রকাশ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আমরা এই টাস্কফোর্স ও তহবিল গঠন করতে পেরে গর্বিত। একই সঙ্গে হাইপারফরম্যান্স প্রোগ্রামের মাধ্যমে বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটাররা যেন ক্রিকেট চালিয়ে যেতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছি। বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া ও ঐক্য, দৃঢ়তা, আশার বার্তা ছড়াতে আমাদের এই পদক্ষেপ।’
আইসিসির আশা এমন পদক্ষেপ আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জীবন রক্ষায় সাহায্য করবে। পাশাপাশি ক্রিকেট একটি ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে। সীমান্ত ও প্রতিকূলতা অতিক্রম করে খেলাটি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা ক্রিকেটের অভিভাবক সংস্থার। এর আগে আফগান নারী ক্রিকেটারদের শিক্ষার অধিকার আদায়ে সোচ্চার হয়েছিলেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে