Ajker Patrika

৩ বছর পর ফের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা

ক্রীড়া ডেস্ক    
৩ বছর পর ফের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা
এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হবে আরিনা সাবালেঙ্কা-এলিনা রিবাকিনা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন পার্কে ২০২৩ ফিরিয়ে আনলেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। তিন বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তাঁরা। সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে পরশু। নারী এককের ফাইনালে শনিবার মুখোমুখি সাবালেঙ্কা ও রিবাকিনা।

তিন বছর আগের সেই ফাইনালের কথা মাথায় রেখে শনিবারের ফাইনালটি হবে রিবাকিনার প্রতিশোধের ম্যাচ। সে ফাইনালে (২০২৩) প্রথম সেট জিতে রিবাকিনা ম্যাচে এগিয়ে গেলেও পরের দুই সেটে চমক দেখিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জেতেন সাবালেঙ্কা। এরপর তো অস্ট্রেলিয়ান ওপেন মানেই বেলারুশ প্রতিযোগী সাবালেঙ্কার ফাইনাল। ২০২৩ সালের পর ২০২৪, ২০২৫ সালেও ফাইনাল খেলেছেন। আজ সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে আবারও ফাইনালে জায়গা করেন সাবালেঙ্কা। এ হিসেবে এটি তাঁর চতুর্থ ফাইনাল।

আগের তিন ফাইনালের দুটিতে জিতেছেন, এবার সংখ্যাটাকে তিনে নিতে পারবেন কি সাবালেঙ্কা?উত্তরটা সময়ই বলবে। তবে একটা প্রতিশোধের কথা মাথায় রেখেই এই ম্যাচ খেলবেন কাজাখ প্রতিযোগী রিবাকিনা। যিনি নারী এককের শেষ চারে গতকাল ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯ /৭) গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন। ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনার জন্য এটি তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনাল।

ফাইনালে উঠেই তিনি সামনে এনেছেন সাবালেঙ্কার কাছে তিন বছর আগের ফাইনালের পরাজয়কে। বললেন, ‘সেটা দারুণ একটা লড়াই ছিল। সেই লড়াই শেষে আমি চিন্তাভাবনা করে দেখেছি যে সে আমার চেয়ে কিছুটা ভালো খেলেছে এবং ম্যাচ জিতেছে। জয়টা তার প্রাপ্যই ছিল। তবে এবারের ফাইনালটা আমি উপভোগ করতে চাই। আশা করছি, এবার আমার সার্ভ আজকের (গতকালের সেমিফাইনাল) চেয়ে ভালো হবে এবং এটা আমার কাজে আসবে। দেখা যাক কী হয়। ফাইনাল নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

এবার দুর্দান্ত ফর্মে রিবাকিনা। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি তিনি। একটি সেট হারেননি সাবালেঙ্কাও। উন্মুক্ত যুগের টেনিসে স্টেফি গ্রাফ ও মার্টিনা হিঙ্গিসের ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টের টানা ৭টি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলছেন। টানা ১১ ম্যাচ জয়ের ধারায় থেকে আগামীকালের ফাইনাল খেলবেন তিনি।

পেশাদার সার্কিটে এখন পর্যন্ত সাবালেঙ্কা রিবাকিনা ১৪ বার মুখোমুখি হয়েছেন। জয়ের পাল্লা ভারী সাবালেঙ্কারই, জিতেছেন ৮ বার। রিবাকিনা জিতেছেন ৬ বার। তবে সবশেষ ২০২৫ সালের ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন রিবাকিনা। ফলে শনিবারের ফাইনালটি শুধু রিবাকিনারই নয়, প্রতিশোধের ম্যাচ সাবালেঙ্কারও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

ইরানে মার্কিন হামলার ৭ সম্ভাব্য পরিণতি

স্কুলছাত্রকে হত্যা: ফেনীতে ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

তেহরান পুড়লে জ্বলবে রিয়াদও, ইরানের অস্তিত্বের লড়াই যেভাবে মধ্যপ্রাচ্যের ভাগ্যনিয়ন্তা

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত