ক্রীড়া ডেস্ক

উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
এবারের বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চিটাগং কিংস। এরপর জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারল টানা দুই ম্যাচ। রংপুর রাইডার্সের কাছে পরশু ৩৩ রানে হারের পর চিটাগং কিংস আজ ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে। ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে চিটাগং।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১২২ রানের লক্ষ্যে নেমে ফরচুন বরিশাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৩ রানে পরিণত হয় তারা। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ১৪ বলে করেছেন কেবল ৮ রান। তামিমের মতো তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১), মাহমুদউল্লাহ রিয়াদও (১৬) হয়েছেন ব্যর্থ। বিপাকে পড়া বরিশালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ডেভিড মালান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ১৯ বল হাতে রেখে বরিশালের ৬ উইকেটের জয়ে মালানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বরিশালের অধিনায়ক তামিম। তবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধাটা কাজেই লাগাতে পারেনি চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। তবে চিটাগং অধিনায়ক খেলেছেন ৩৪ বল। বরিশালের রিপন মন্ডল, ফাহিম আশরাফ পেয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ইসলাম নিয়েছেন ২ উইকেট। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন তামিম-মুশফিকদের বরিশাল।

উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
এবারের বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চিটাগং কিংস। এরপর জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারল টানা দুই ম্যাচ। রংপুর রাইডার্সের কাছে পরশু ৩৩ রানে হারের পর চিটাগং কিংস আজ ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে। ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে চিটাগং।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১২২ রানের লক্ষ্যে নেমে ফরচুন বরিশাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৩ রানে পরিণত হয় তারা। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ১৪ বলে করেছেন কেবল ৮ রান। তামিমের মতো তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১), মাহমুদউল্লাহ রিয়াদও (১৬) হয়েছেন ব্যর্থ। বিপাকে পড়া বরিশালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ডেভিড মালান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ১৯ বল হাতে রেখে বরিশালের ৬ উইকেটের জয়ে মালানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বরিশালের অধিনায়ক তামিম। তবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধাটা কাজেই লাগাতে পারেনি চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। তবে চিটাগং অধিনায়ক খেলেছেন ৩৪ বল। বরিশালের রিপন মন্ডল, ফাহিম আশরাফ পেয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ইসলাম নিয়েছেন ২ উইকেট। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন তামিম-মুশফিকদের বরিশাল।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ মিনিট আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪২ মিনিট আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
২ ঘণ্টা আগে