ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের পাহাড়সমান স্কোরের জবাব শ্রীলঙ্কা দিচ্ছে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে। লঙ্কানদের সাবলীল ব্যাটিংয়ের সময় তাইজুল ইসলাম দিয়েছেন ধাক্কা। তবে শুরুর এই ধাক্কা সামলে ঠাণ্ডা মাথায় এগোচ্ছে লঙ্কানরা।
গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে যেভাবে খেলছিল, তাতে ৫০০ পেরোনো সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ৯ উইকেট পড়ে গেলেও আজ টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের জন্য স্কোরবোর্ডে ৫০০ রান জমা হতেই পারত। কিন্তু দিনের ১৬ বলেই গল্পটা শেষ হয়ে যায় বাংলাদেশের। সফরকারীদের ৪৯৫ রানের পর ব্যাটিংয়ে নেমে ২৭ ওভারে ১ উইকেটে ১০০ রান করেছে লঙ্কানরা। দুই দলই এখন তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে।
১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে চার মারেন হাসান মাহমুদ। পরবর্তীতে আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ১৫৪তম ওভারের চতুর্থ বলে ফার্নান্দোকে লেগসাইডে ঘোরাতে যান রানা। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরে জোরালো আবেদন করেন। মাঠের আম্পায়ার আউট ঘোষণা করলে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
৪৯৫ রানে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পরপরই ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাথুম নিশাংকা ধীরেসুস্থে এগোতে থাকলেও সফরকারীদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন আরেক ওপেনার লাহিরু উদারা। ৭৫ বলে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন নিশাংকা ও উদারা। ১৩তম ওভারের প্রথম বলে উদারাকে কট এন্ড বোল্ড করেন তাইজুল। ৩৪ বলে ৬ চারে ২৯ রান করেছেন উদারা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা দিনেশ চান্দিমাল এসে প্রথম বল ডট দিয়েছেন। এরপর ১৩তম ওভারের তৃতীয় বলে তাইজুলকে চার মেরেছেন চান্দিমাল। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৫৩ রানের জুটি গড়েছেন চান্দিমাল ও নিশাংকা। ৮৩ বলে ৬ চারে ৪৬ রান করেছেন নিশাংকা। চান্দিমাল করেছেন ২২ রান। তিনি খেলেছেন ৪৭ বল।
গলে পরশু শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও শান্তর ২৬৪ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় সফরকারীরা। মুশফিক-শান্তর এই জুটি টিকেছে ৪৮০ বল। এরপর পঞ্চম উইকেটে ২৬৫ বলে ১৪৯ রানের জুটি গড়েন মুশফিক-লিটন দাস। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সফরকারীদের ইনিংস ৫০০-এর আগেই শেষ হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিক। ৩৫০ বলের ইনিংসে ৯ চার মেরেছেন তিনি।
বাংলাদেশের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৮ রান করেছেন শান্ত। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের বাঁহাতি ব্যাটার জবাব দিলেন তাঁর ব্যাটে। তবে লিটন দাস ১০ রানের জন্য তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করেছেন। থারিন্দু রত্নায়েকের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের তালুবন্দী হয়েছেন লিটন। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় লিটন করেন ৯০ রান। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে।

বাংলাদেশের পাহাড়সমান স্কোরের জবাব শ্রীলঙ্কা দিচ্ছে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে। লঙ্কানদের সাবলীল ব্যাটিংয়ের সময় তাইজুল ইসলাম দিয়েছেন ধাক্কা। তবে শুরুর এই ধাক্কা সামলে ঠাণ্ডা মাথায় এগোচ্ছে লঙ্কানরা।
গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে যেভাবে খেলছিল, তাতে ৫০০ পেরোনো সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ৯ উইকেট পড়ে গেলেও আজ টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের জন্য স্কোরবোর্ডে ৫০০ রান জমা হতেই পারত। কিন্তু দিনের ১৬ বলেই গল্পটা শেষ হয়ে যায় বাংলাদেশের। সফরকারীদের ৪৯৫ রানের পর ব্যাটিংয়ে নেমে ২৭ ওভারে ১ উইকেটে ১০০ রান করেছে লঙ্কানরা। দুই দলই এখন তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে।
১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে চার মারেন হাসান মাহমুদ। পরবর্তীতে আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ইনিংসের ১৫৪তম ওভারের চতুর্থ বলে ফার্নান্দোকে লেগসাইডে ঘোরাতে যান রানা। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরে জোরালো আবেদন করেন। মাঠের আম্পায়ার আউট ঘোষণা করলে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
৪৯৫ রানে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পরপরই ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাথুম নিশাংকা ধীরেসুস্থে এগোতে থাকলেও সফরকারীদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন আরেক ওপেনার লাহিরু উদারা। ৭৫ বলে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন নিশাংকা ও উদারা। ১৩তম ওভারের প্রথম বলে উদারাকে কট এন্ড বোল্ড করেন তাইজুল। ৩৪ বলে ৬ চারে ২৯ রান করেছেন উদারা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা দিনেশ চান্দিমাল এসে প্রথম বল ডট দিয়েছেন। এরপর ১৩তম ওভারের তৃতীয় বলে তাইজুলকে চার মেরেছেন চান্দিমাল। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৫৩ রানের জুটি গড়েছেন চান্দিমাল ও নিশাংকা। ৮৩ বলে ৬ চারে ৪৬ রান করেছেন নিশাংকা। চান্দিমাল করেছেন ২২ রান। তিনি খেলেছেন ৪৭ বল।
গলে পরশু শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও শান্তর ২৬৪ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় সফরকারীরা। মুশফিক-শান্তর এই জুটি টিকেছে ৪৮০ বল। এরপর পঞ্চম উইকেটে ২৬৫ বলে ১৪৯ রানের জুটি গড়েন মুশফিক-লিটন দাস। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সফরকারীদের ইনিংস ৫০০-এর আগেই শেষ হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিক। ৩৫০ বলের ইনিংসে ৯ চার মেরেছেন তিনি।
বাংলাদেশের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৮ রান করেছেন শান্ত। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের বাঁহাতি ব্যাটার জবাব দিলেন তাঁর ব্যাটে। তবে লিটন দাস ১০ রানের জন্য তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করেছেন। থারিন্দু রত্নায়েকের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের তালুবন্দী হয়েছেন লিটন। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় লিটন করেন ৯০ রান। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৮ ঘণ্টা আগে