Ajker Patrika

৯ মাসেও জাতীয় সক্ষমতা বাড়াতে পারেনি সরকার: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৫, ২০: ২১
প্রেসক্লাবে আয়োজিত সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা
প্রেসক্লাবে আয়োজিত সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

দায়িত্ব গ্রহণের ৯ মাস পেরিয়ে গেলেও জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। আজ শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুথান পরবর্তী বাংলাদেশ—কেমন বাজেট চাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘বাংলাদেশের সরকারকে জাতীয় সক্ষমতা বৃদ্ধির করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবন, প্রশাসনিক দক্ষতা, শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে। অথচ সরকার গত ৯ মাসেও সেটি করতে পারেননি।’

আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি গ্যাস, খনিজ ও বিদ্যুৎ খাতের ওপর বহুজাতিক কোম্পানির দখলের বিরুদ্ধে কথা বলেন।

আলোচনা সভায় আনু মুহাম্মদ বলেন, ‘আমরা যে বিদেশি বিনিয়োগ করি, সেটি না করে দেশের বিভিন্ন খাতে জনগণকে প্রশিক্ষিত করতে পারি। তাতে দেশের সম্পদের জনগণের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এ ছাড়া কয়লা ও পারমাণবিক ধ্বংসত্মক বিদ্যুৎ খাতে অতিরিক্ত শুল্ক দিয়ে সৌরশক্তিতে শুল্ক কমাতে হবে। বিদেশি ঋণ বা শর্তাধীন উন্নয়ন নয়, নিজস্ব পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করতে হবে।’ এ ছাড়া শিক্ষা, চিকিৎসা, জ্বালানি ও সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর কথাও জানান তিনি।

সামগ্রিক খাত নিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে। কয়েকটি সরকারি হাসপাতালে আইসিইউ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কৌশলগত কারণ, যাতে বেসরকারি হাসপাতালে বাণিজ্যটা ভালো হয়। শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে লোকবল সংকট নিরসন করতে হবে। জাতীয় সক্ষমতা না থাকার কারণেই স্যাটেলাইট, মানবিক করিডর, স্টারলিংক, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে। এসব বিষয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশে প্রচুর সম্পদ রয়েছে, কিন্তু সম্পদ নিয়ন্ত্রণে সক্ষমতা নেই।’

এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তন, বৈদেশিক ঋণের চাপ, প্রযুক্তিনির্ভরতা, খাদ্যনিরাপত্তা ও শ্রমশক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈশ্বিক প্রভাবের মুখোমুখি। দেশকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথে এগোতে হলে কেবল অবকাঠামো নয়, নীতিনির্ধারণ ও বাস্তবায়নে স্বনির্ভর হওয়ার কথাও জানান তিনি।

আলোচনা সভায় বাজেটের বিভিন্ন খাত নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন—গত দেড় দশকে গড় বাজেট নিয়ে মাহতাব উদ্দিন আহমেদ, কৃষি বাজেটে মাহা মির্জা, সংস্কৃতিক বাজেটে সজীব তানভীর, জ্বালানি বাজেটে মোশাহিদা সুলতানা ঋতু, শিক্ষা বাজেটে সালমান সিদ্দিকী, চিকিংসা বাজেটে হরুন উর রশীদ, বৈষম্য ও সামাজিক নিরাপত্তায় কল্লোল মোস্তফা, জেন্ডার বাজেটে মারজিয়া প্রভা ও কৌশিক আহমেদ।

বক্তারা বলেন, সরকার সব সময় রাজনৈতিক স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখেনি। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত উপেক্ষা করে নিজেদের রক্ষায় জনপ্রশাসনের বাজেট বেশি দেওয়া হয়েছে। ২০১৮-২৪ ফ্যাসিজমের চূড়ান্তে সবচেয়ে বেশি বাজেট ব্যয় করেছে জনশৃঙ্খলা ও প্রতিরক্ষাতে। ধর্ম ও মুক্তিযুদ্ধের রাজনীতি ব্যবহার করে লুটপাট-দুর্নীতি করেছে।

তাঁরা বলেন, কৃষি খাতের বাজেটে কোনো সরকারের মনোযোগ নেই। প্রায় ৭ কোটি মানুষ কৃষিতে কর্মসংস্থান করেছেন। অথচ তাঁদের যথাযথ দাম নেই; বরং কৃষি উপকরণে বহুগুণে দাম বাড়ানো হয়। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত ও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন। বীজে কম মূল্য, মজুত সক্ষমতা ৫০ লাখ টনে উন্নীত করার কথা জানানো হয়।

বক্তারা বলেন, আওয়ামী আমলে শিক্ষা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত হলো শিক্ষা খাত। বর্তমান সরকারও নিম্মমানের কাগজের বই বানিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শিক্ষাক্ষেত্রে কোনো আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ ছাড়া দেশে গ্যাস ও জ্বালানি অনুসন্ধান করার সক্ষমতা, উৎপাদন ও দেশীয় বিনিয়োগের কথাও জানান তাঁরা।

কর ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে কল্লোল মোস্তফা বলেন, ‘বৈষম্য হ্রাস করার মতো ক্ষমতা থাকা আমাদের দরকার। দেশে প্রবল অর্থনৈতিক বৈষম্য রয়েছে, রয়েছে বৈষম্য কর। সমান হারে ধনী ও গরিবদের থেকে সমপরিমাণ কর আদায় করছে, যা বৈষম্য। কাঠামোগত রূপ দিয়ে এগুলোর পরিবর্তন করা দরকার। আয় যতই হোক, আগের সরকারের মতো ৬৫-৬৭ শতাংশ মানুষ থেকে কর নেওয়া হয়। আর সামাজিক নিরাপত্তা যে বিভিন্ন বাজেট দেখানো হয়, তা ভুয়া। যে খাতগুলোতে টাকা দেওয়া হয়, সেটা তো নিরাপত্তা খাত না।’ সত্যিকার অর্থে খাদ্য কর্মসূচিসহ প্রান্তিক বা দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান? উপায় বলে দিলেন জারা নিজেই

এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২: ২২
২৫ ডিসেম্বর দেশে ফিরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। ফাইল ছবি
২৫ ডিসেম্বর দেশে ফিরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) এলাকায় বিএনপি আয়োজিত সংবর্ধনা সমাবেশে যোগ দেন। সংবর্ধনা শেষে সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যান। সেদিন প্রায় দেড় ঘণ্টা তিনি মায়ের পাশে ছিলেন। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান? উপায় বলে দিলেন জারা নিজেই

এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
খন্দকার মোশাররফ । ছবি: সংগৃহীত
খন্দকার মোশাররফ । ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ১৪ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান খন্দকার মোশাররফ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান? উপায় বলে দিলেন জারা নিজেই

এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তাসনিম জারার পদত্যাগের পর তিন এনসিপি নেত্রীর রহস্যময় পোস্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
তাসনিম জারার পদত্যাগের পর তিন এনসিপি নেত্রীর রহস্যময় পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগা মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন তিনি। এরপর একসিপির শীর্ষ পর্যায়ের তিন নেত্রী ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন।

তিন শীর্ষ নেত্রী হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে বলেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।’

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান? উপায় বলে দিলেন জারা নিজেই

এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট

আজকের পত্রিকা ডেস্ক­
তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর এবার ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সামান্তা শারমিন।

তিনি লেখেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

এর আগে এদিন সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তাসনিম জারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াই করবেন তিনি। কোনো দলের সঙ্গে না থাকারও ঘোষণা দিয়েছেন জারা।

ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান? উপায় বলে দিলেন জারা নিজেই

এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত