নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কোন কৌশলের কারণে পুলিশের সদস্যরা ওই ঘটনায় নিষ্ক্রিয় ছিল, তা জানতে চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন প্রশ্ন তোলেন। দলের গুম-খুন হয়ে যাওয়া পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউমার্কেটের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেছেন যে, স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম। কোন স্ট্র্যাটেজির কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই কারণটা কি হচ্ছে যে, দেশে মানুষ নিহত হবে, এই স্ট্র্যাটেজির কারণে যে, একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে আবার মানুষকে বিভ্রান্ত করে অন্য খাতে প্রবাহিত করবে। কোন স্ট্র্যাটেজি থাকে, যখন বিএনপির ছোটখাটো একটা কর্মসূচিকেও প্রতিরোধ করার জন্য শত শত, হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে উপস্থিত হয়? কোন স্ট্র্যাটেজির কারণে বিএনপির মিছিলগুলোতে গুলি করে তোমরা স্তব্ধ করো? কোন স্ট্র্যাটেজির কারণে তোমরা হত্যা করে বিরোধী দলের যে আন্দোলন, সেই আন্দোলনকে তোমরা বন্ধ করতে চাও?’
মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যর্থ সরকার রাষ্ট্রকে ব্যর্থ করেছে। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে, কোনো জবাবদিহি নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না। চুরি করে, দুর্নীতি করে সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না।’
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কোন কৌশলের কারণে পুলিশের সদস্যরা ওই ঘটনায় নিষ্ক্রিয় ছিল, তা জানতে চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন প্রশ্ন তোলেন। দলের গুম-খুন হয়ে যাওয়া পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউমার্কেটের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেছেন যে, স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম। কোন স্ট্র্যাটেজির কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই কারণটা কি হচ্ছে যে, দেশে মানুষ নিহত হবে, এই স্ট্র্যাটেজির কারণে যে, একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে আবার মানুষকে বিভ্রান্ত করে অন্য খাতে প্রবাহিত করবে। কোন স্ট্র্যাটেজি থাকে, যখন বিএনপির ছোটখাটো একটা কর্মসূচিকেও প্রতিরোধ করার জন্য শত শত, হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে উপস্থিত হয়? কোন স্ট্র্যাটেজির কারণে বিএনপির মিছিলগুলোতে গুলি করে তোমরা স্তব্ধ করো? কোন স্ট্র্যাটেজির কারণে তোমরা হত্যা করে বিরোধী দলের যে আন্দোলন, সেই আন্দোলনকে তোমরা বন্ধ করতে চাও?’
মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যর্থ সরকার রাষ্ট্রকে ব্যর্থ করেছে। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে, কোনো জবাবদিহি নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না। চুরি করে, দুর্নীতি করে সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না।’
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৪ ঘণ্টা আগে