Ajker Patrika

আওয়ামী লীগ কখনো প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ কখনো প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।

আজ ৫ জুলাই (শনিবার) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের শাসনব্যবস্থাকে স্বৈরাচার ও দুঃশাসনের প্রতীক আখ্যা দিয়ে ড. মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র।

তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদ একটি সংকীর্ণ ধারণা। দেশে প্রায় ৫০টির মতো নৃগোষ্ঠী রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রবর্তন করে সেই সংকীর্ণতার অবসান ঘটান।

ড. মঈন খান বলেন, ‘জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আর আওয়ামী লীগ মাত্র ১১ মিনিটে গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল।’

আলোচনা সভার উদ্বোধন করেন কবি আল মুজাহিদি। তিনি বলেন, আলোককে আঁকড়ে ধরলে আলোকিত হওয়া যায়, আর অন্ধকারকে আঁকড়ে ধরলে পতন অনিবার্য। শহীদ জিয়া স্বাধীনতা, জাতিসত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে আহ্বান জানিয়েছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহীন রেজা এবং সঞ্চালনা করেন কবি ড. শহিদ আজাদ।

প্রধান আলোচক অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, “এই শতকের মধ্যেই বৃহত্তর ভারত একাধিক জাতি-রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে। তবে ভারতবাসী ভারতের মায়া কখনোই ছাড়তে পারবে না।”

অনুষ্ঠান শেষে ‘চেতনায় জাতীয়তাবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত