ঢাবি প্রতিনিধি

ফ্যাসিবাদের দুঃসময় এবং দুঃশাসন থেকে পরিত্রাণের অন্যতম অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম—বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘তাঁর (নজরুল) কবিতা এবং গান আজও এত প্রাসঙ্গিক যে আজকের দিনে অধিকারহারা, গণতন্ত্রহারা, মত প্রকাশ ও কথা বলার স্বাধীনতাহারা, ভয় ও আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, সেখানে যেন আমাদের কাছে এখনো উদ্দীপনার এবং প্রেরণার স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা যখন মিছিল করি, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন স্লোগান দিই, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই, তখনও আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম।’
রিজভী আরও বলেন, ‘আমাদের এখন বিজয় অর্জন করতে হবে। ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের নেত্রী খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশে আসতে পারছেন না। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আজ হাজার হাজার নেতা-কর্মী কারাগারে বন্দী। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য আজ তারা বন্দী, তাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না। জোর করে এমন করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এই দুঃসময় অতিক্রম করার জন্য, ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য আজকে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের প্রেরণা জোগায়, আমাদের উদ্দীপ্ত করে।’
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

ফ্যাসিবাদের দুঃসময় এবং দুঃশাসন থেকে পরিত্রাণের অন্যতম অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম—বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, ‘তাঁর (নজরুল) কবিতা এবং গান আজও এত প্রাসঙ্গিক যে আজকের দিনে অধিকারহারা, গণতন্ত্রহারা, মত প্রকাশ ও কথা বলার স্বাধীনতাহারা, ভয় ও আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, সেখানে যেন আমাদের কাছে এখনো উদ্দীপনার এবং প্রেরণার স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা যখন মিছিল করি, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন স্লোগান দিই, তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই, তখনও আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম।’
রিজভী আরও বলেন, ‘আমাদের এখন বিজয় অর্জন করতে হবে। ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের নেত্রী খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশে আসতে পারছেন না। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আজ হাজার হাজার নেতা-কর্মী কারাগারে বন্দী। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য আজ তারা বন্দী, তাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না। জোর করে এমন করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এই দুঃসময় অতিক্রম করার জন্য, ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য আজকে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের প্রেরণা জোগায়, আমাদের উদ্দীপ্ত করে।’
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি লঙ্ঘন হয়—এমন কোনো কাজ বিএনপি করছে না বলে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৮ ঘণ্টা আগে