নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জোরালো আলোচনার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই মনে করছেন, এই আলোচনা শক্তিশালী করা দরকার।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে। গার্মেন্টস সেক্টরের একটা বিষয় আছে। অ্যাপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের একটা বিষয় আছে। নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে এসেছে। আবার রাজনৈতিক দলগুলোর মতামতেরও একটা বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনায় এসেছে।
‘আমরা আশা করছি, দেশের স্বার্থে আগামী দিনের অর্থনীতি, কর্মসংস্থানসহ অনেক কিছু জড়িত। ঐক্যবদ্ধভাবে এর সুষ্ঠু সমাধান দরকার।’
বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবসায়ীদের মতামত সরকারকে জানানো হবে বলে জানান দলটির এই নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আসলে এটা এককভাবে কিছু করার বিষয় নয়। সমন্বিতভাবে চেষ্টা করতে হবে, যাতে এ থেকে আমাদের অর্জন করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে।’
এর আগে রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।
বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া এতে অংশ নেন ব্যবসায়ী নেতাদের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি এ কে আজাদ ও সিমিন রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান প্রমুখ।

বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জোরালো আলোচনার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই মনে করছেন, এই আলোচনা শক্তিশালী করা দরকার।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে। গার্মেন্টস সেক্টরের একটা বিষয় আছে। অ্যাপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের একটা বিষয় আছে। নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে এসেছে। আবার রাজনৈতিক দলগুলোর মতামতেরও একটা বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনায় এসেছে।
‘আমরা আশা করছি, দেশের স্বার্থে আগামী দিনের অর্থনীতি, কর্মসংস্থানসহ অনেক কিছু জড়িত। ঐক্যবদ্ধভাবে এর সুষ্ঠু সমাধান দরকার।’
বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবসায়ীদের মতামত সরকারকে জানানো হবে বলে জানান দলটির এই নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আসলে এটা এককভাবে কিছু করার বিষয় নয়। সমন্বিতভাবে চেষ্টা করতে হবে, যাতে এ থেকে আমাদের অর্জন করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে।’
এর আগে রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।
বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া এতে অংশ নেন ব্যবসায়ী নেতাদের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি এ কে আজাদ ও সিমিন রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান প্রমুখ।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা গতকালের মতো সুশৃঙ্খলভাবে এখানে তপ্ত রোদকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয় আমরা সারা রাত এখানে অবস্থান করব।
২৯ মিনিট আগে
সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
২ ঘণ্টা আগে
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ থাকবেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে