নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান আওয়ামী লীগ সরকার শিষ্টাচার, কূটনীতি সব ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ‘এই সরকারকে চলে যেতে হবে। কবে যাবেন? আমি বলে দিচ্ছি আপনাদের আগামী মাসের মধ্যে চলে যেতে হবে। এই সরকার নীতিনৈতিকতা, শিষ্টাচার, কূটনীতি সব ভুলে গেছে। আপনি চলে যাবেন তাতে ক্ষতি নাই, কিন্তু ১৮ কোটি মানুষের কী হবে, জনগণের কী হবে—এগুলোর জবাব দিয়ে যান। বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা তৈরি করে গেছেন। জনগণকে বিভিন্ন দেশের মুখোমুখি করে গেছেন। এখন জনগণ আপনাদের চায় না।’
ভয়ভীতি দেখিয়ে বেশি দিন থাকা যায় না উল্লেখ করে আ স ম রব বলেন, ‘গণ-অভ্যুত্থান হয়ে গেছে; এখন আপনারা চলে যান। চোরের দশ দিন, গেরস্তের এক দিন। গুম করেছেন, খুন করেছেন, গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন, আদালতকে দিয়ে ফরমায়েশি রায় দিয়েছেন। একটা মানুষের বিরুদ্ধে ১০০ মামলা দিয়েছেন। একটা মামলা খাগড়াছড়ি আরেকটা ভূরুঙ্গামারী। ৩০ দিনে সে কীভাবে ১০০ মামলার হাজিরা দেবে, সে খাবে কখন, কাজ করবে কখন। যাতে হাজিরা দিতে যেতে না পারে সে জন্য এভাবে মামলা করা হয়েছে।’
আ স ম রব বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু দমনের জন্য সিঙ্গাপুর থেকে নাকি ওষুধ এনেছে; সেখানেও জালিয়াতি। সিঙ্গাপুর থেকে ওষুধ না এনে সেই ওষুধ এনেছে নাকি চীন থেকে। এরা মুক্তিযুদ্ধ চুরি করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে লুণ্ঠন, চুরি, দুর্নীতি করছে। এ জন্য কি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষের জন্য। তাঁরা যাতে খেতে পায়, চিকিৎসা পায়, উন্নত জীবন পায়। আসুন আমরা আরও একবার মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত করি। এটা হবে দ্বিতীয় ও শেষ মুক্তিযুদ্ধ। আমরা জনগণের মুক্তি চাই। এভাবে চলতে পারে না।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বর্তমান আওয়ামী লীগ সরকার শিষ্টাচার, কূটনীতি সব ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ‘এই সরকারকে চলে যেতে হবে। কবে যাবেন? আমি বলে দিচ্ছি আপনাদের আগামী মাসের মধ্যে চলে যেতে হবে। এই সরকার নীতিনৈতিকতা, শিষ্টাচার, কূটনীতি সব ভুলে গেছে। আপনি চলে যাবেন তাতে ক্ষতি নাই, কিন্তু ১৮ কোটি মানুষের কী হবে, জনগণের কী হবে—এগুলোর জবাব দিয়ে যান। বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা তৈরি করে গেছেন। জনগণকে বিভিন্ন দেশের মুখোমুখি করে গেছেন। এখন জনগণ আপনাদের চায় না।’
ভয়ভীতি দেখিয়ে বেশি দিন থাকা যায় না উল্লেখ করে আ স ম রব বলেন, ‘গণ-অভ্যুত্থান হয়ে গেছে; এখন আপনারা চলে যান। চোরের দশ দিন, গেরস্তের এক দিন। গুম করেছেন, খুন করেছেন, গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন, আদালতকে দিয়ে ফরমায়েশি রায় দিয়েছেন। একটা মানুষের বিরুদ্ধে ১০০ মামলা দিয়েছেন। একটা মামলা খাগড়াছড়ি আরেকটা ভূরুঙ্গামারী। ৩০ দিনে সে কীভাবে ১০০ মামলার হাজিরা দেবে, সে খাবে কখন, কাজ করবে কখন। যাতে হাজিরা দিতে যেতে না পারে সে জন্য এভাবে মামলা করা হয়েছে।’
আ স ম রব বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু দমনের জন্য সিঙ্গাপুর থেকে নাকি ওষুধ এনেছে; সেখানেও জালিয়াতি। সিঙ্গাপুর থেকে ওষুধ না এনে সেই ওষুধ এনেছে নাকি চীন থেকে। এরা মুক্তিযুদ্ধ চুরি করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে লুণ্ঠন, চুরি, দুর্নীতি করছে। এ জন্য কি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষের জন্য। তাঁরা যাতে খেতে পায়, চিকিৎসা পায়, উন্নত জীবন পায়। আসুন আমরা আরও একবার মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত করি। এটা হবে দ্বিতীয় ও শেষ মুক্তিযুদ্ধ। আমরা জনগণের মুক্তি চাই। এভাবে চলতে পারে না।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
১০ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
১০ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
১০ ঘণ্টা আগে