নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া না দিলেও এই সংলাপ ব্যর্থ হচ্ছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।
ইংরেজি বছরের প্রথম কর্মদিবসে আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আইনমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি বলব, এই সংলাপ ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। তবে সেটা যদি না করেন, সেটা তাদের সিদ্ধান্ত। অনেকে বলেন টক্সিক সিচুয়েশন, তারাও যদি মনে করেন এটা টক্সিক সিচুয়েশন, তাহলে সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে।’
আগামী কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না—এ কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে। এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত, যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সর্বজনীন আইন হলো না। কিন্তু এই যে কমিশন, তা সংলাপের ওপর নির্ভর করবে, দেখা যাক কী হয়।’
বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো কী, সেই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় চ্যালেঞ্জগুলো আগেই সেট করে ফেলেছিলাম। এখন চ্যালেঞ্জ ডেলিভারির সময় হয়ে গেছে। পদ্মা সেতু প্রায় কমপ্লিট। যেসব মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, সবগুলো ডিসেম্বর বা জুনের মধ্যে তৈরি হয়ে যাবে। মেগা চ্যালেঞ্জ যেগুলো, সেগুলো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেলিভারি করার জন্য প্রস্তুত। আমাদের কাছে সব সময় যেটা চ্যালেঞ্জ, আমরা জনসেবায় বিশ্বাস করি। সেবার মানোন্নয়ন ও সেবা জনগণকে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ এবং সেই কাজ করাটাকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। আমাদের সব প্রোগ্রামই জনবান্ধব। জনবান্ধব প্রোগ্রামগুলো যাতে জনসেবা করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করব।’
কোন সরকার জনগণকে সেবা দিয়েছে, সেটা মাথায় রেখে আগামী নির্বাচনে মানুষ ভোট দেবে বলে মনে করেন আইনমন্ত্রী। করোনার মধ্যে ভার্চুয়াল কোর্ট আইন করে ২ লাখ মামলা নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই আইন না করলে এই ২ লাখ মামলা নিষ্পত্তির তালিকায় যুক্ত হতো।’

বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া না দিলেও এই সংলাপ ব্যর্থ হচ্ছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।
ইংরেজি বছরের প্রথম কর্মদিবসে আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আইনমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি বলব, এই সংলাপ ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। তবে সেটা যদি না করেন, সেটা তাদের সিদ্ধান্ত। অনেকে বলেন টক্সিক সিচুয়েশন, তারাও যদি মনে করেন এটা টক্সিক সিচুয়েশন, তাহলে সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে।’
আগামী কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না—এ কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে। এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত, যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সর্বজনীন আইন হলো না। কিন্তু এই যে কমিশন, তা সংলাপের ওপর নির্ভর করবে, দেখা যাক কী হয়।’
বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো কী, সেই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় চ্যালেঞ্জগুলো আগেই সেট করে ফেলেছিলাম। এখন চ্যালেঞ্জ ডেলিভারির সময় হয়ে গেছে। পদ্মা সেতু প্রায় কমপ্লিট। যেসব মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, সবগুলো ডিসেম্বর বা জুনের মধ্যে তৈরি হয়ে যাবে। মেগা চ্যালেঞ্জ যেগুলো, সেগুলো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেলিভারি করার জন্য প্রস্তুত। আমাদের কাছে সব সময় যেটা চ্যালেঞ্জ, আমরা জনসেবায় বিশ্বাস করি। সেবার মানোন্নয়ন ও সেবা জনগণকে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ এবং সেই কাজ করাটাকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। আমাদের সব প্রোগ্রামই জনবান্ধব। জনবান্ধব প্রোগ্রামগুলো যাতে জনসেবা করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করব।’
কোন সরকার জনগণকে সেবা দিয়েছে, সেটা মাথায় রেখে আগামী নির্বাচনে মানুষ ভোট দেবে বলে মনে করেন আইনমন্ত্রী। করোনার মধ্যে ভার্চুয়াল কোর্ট আইন করে ২ লাখ মামলা নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই আইন না করলে এই ২ লাখ মামলা নিষ্পত্তির তালিকায় যুক্ত হতো।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১০ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১১ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১১ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১১ ঘণ্টা আগে