নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে উল্লেখ করে নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চ্যালেঞ্জ অনেক বেশি। তাই দায়িত্ব অনেক বেশি।
আজ সোমবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গতবারের নির্বাচনে আমরা যত সহজে জিতেছি। এবারের নির্বাচন তত সহজ হবে না। এবারের নির্বাচনে আরও কঠিন লড়াই, সংগ্রাম হবে। তাই নেতা কর্মীদের এই নির্বাচনকে সহজভাবে নিলে চলবে না।’
প্রতিপক্ষকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র চলছে, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে। সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা জানি আওয়ামী লীগই বিজয়ী হবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘তারা আন্দোলনের কথা বলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার হাঁকডাক দেয়। আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে? আপনাদের নির্বাচনের নেতা কে? দুজন নেতাই (খালেদা জিয়া ও তারেক রহমান) দণ্ডপ্রাপ্ত। এদের দুজনেরই নির্বাচন করার যোগ্যতা নাই। বিএনপি অলরেডি এই নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে।’
দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে, অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি। ত্যাগী ও পরিশ্রমী নেতা কর্মীরা আছে বলেই আওয়ামী লীগ সংকট, দুর্যোগ, আন্দোলনে টিকে রয়েছে। আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত।’
দলের অভ্যন্তরীণ কোন্দল-কলহ দূর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। ত্যাগীদের দলে কোণঠাসা করে না রাখতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পকেট ভারী করার জন্য লোক সৃষ্টি করা যাবে না, দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে উল্লেখ করে নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চ্যালেঞ্জ অনেক বেশি। তাই দায়িত্ব অনেক বেশি।
আজ সোমবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গতবারের নির্বাচনে আমরা যত সহজে জিতেছি। এবারের নির্বাচন তত সহজ হবে না। এবারের নির্বাচনে আরও কঠিন লড়াই, সংগ্রাম হবে। তাই নেতা কর্মীদের এই নির্বাচনকে সহজভাবে নিলে চলবে না।’
প্রতিপক্ষকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র চলছে, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে। সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা জানি আওয়ামী লীগই বিজয়ী হবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘তারা আন্দোলনের কথা বলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার হাঁকডাক দেয়। আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে? আপনাদের নির্বাচনের নেতা কে? দুজন নেতাই (খালেদা জিয়া ও তারেক রহমান) দণ্ডপ্রাপ্ত। এদের দুজনেরই নির্বাচন করার যোগ্যতা নাই। বিএনপি অলরেডি এই নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে।’
দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে, অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি। ত্যাগী ও পরিশ্রমী নেতা কর্মীরা আছে বলেই আওয়ামী লীগ সংকট, দুর্যোগ, আন্দোলনে টিকে রয়েছে। আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত।’
দলের অভ্যন্তরীণ কোন্দল-কলহ দূর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। ত্যাগীদের দলে কোণঠাসা করে না রাখতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পকেট ভারী করার জন্য লোক সৃষ্টি করা যাবে না, দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
২ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৫ ঘণ্টা আগে