Ajker Patrika

খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্টে ভয়ের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৪: ৫৮
খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্টে ভয়ের কিছু নেই

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পাওয়া গেছে। চূড়ান্ত রিপোর্টেও উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার সকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার দিবাগত রাতেই (আনুমানিক দেড়টা) আমরা ম্যাডামের সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পেয়েছি। আগে যা বলছি, এ রিপোর্টে ও তাই দেখা গেছে। তার ফুসফুসে করোনার মিনিমাম ইনভলভমেন্ট আছে। তবে ভয়ের কিছু নাই।'

চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী রাত থেকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ডা. জাহিদ।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সিটি স্ক্যান করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। সিটি স্ক্যান শেষে রাতেই আবার তাকে গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান বিশেষজ্ঞ চিকিৎসকদলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী। ফিরে এসে সাংবাদিকদের বলেন, ‘কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও এক সময় সিটি স্ক্যান করানো হবে। '

গত রোববার বিকেলে খালেদা জিয়ার করোনা আক্রান্তের বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা জুমে বৈঠক করে তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন। জোবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত