নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তাদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সম্রাট মাঝি।
আজ মঙ্গলবার বিকেলে রমনা থানায় মো. আক্তারুজ্জামান সম্রাট মাঝি অভিযোগটি করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম।
মাসুদ আলম বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের একজন রমনা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে এখনো মামলা হয়নি। আমরা অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছি।’
অভিযোগে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যায় পল্টনে আল-রাজী কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের দিকে অগ্রসর হলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
অভিযোগপত্রে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ মোট ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়।
আক্তারুজ্জামান সম্রাটের দাবি, হামলাকারীরা লাঠি, হকিস্টিক, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হামলা চালায়। হামলায় নিজেও গুরুতর আহত হন। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং ডান হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের অন্তত ২০-৩০ জন নেতা-কর্মী এতে আহত হন।
সম্রাট জানান, আহত অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন তিনি। পরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর রমনা থানায় অভিযোগটি করেন বলে জানান সম্রাট। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তাদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সম্রাট মাঝি।
আজ মঙ্গলবার বিকেলে রমনা থানায় মো. আক্তারুজ্জামান সম্রাট মাঝি অভিযোগটি করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম।
মাসুদ আলম বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের একজন রমনা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে এখনো মামলা হয়নি। আমরা অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছি।’
অভিযোগে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যায় পল্টনে আল-রাজী কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের দিকে অগ্রসর হলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
অভিযোগপত্রে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ মোট ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়।
আক্তারুজ্জামান সম্রাটের দাবি, হামলাকারীরা লাঠি, হকিস্টিক, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হামলা চালায়। হামলায় নিজেও গুরুতর আহত হন। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং ডান হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের অন্তত ২০-৩০ জন নেতা-কর্মী এতে আহত হন।
সম্রাট জানান, আহত অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন তিনি। পরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর রমনা থানায় অভিযোগটি করেন বলে জানান সম্রাট। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১২ ঘণ্টা আগে