নিজস্ব প্রতিবেদক

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের ব্যক্তিগত আক্রমণ করছেন বলে দাবি করেছেন সাংসদ একরামুল করিম চৌধুরী ও নিজাম উদ্দিন হাজারী। এ ছাড়া দুই সাংসদ মির্জার অতিকথনে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তাঁরা।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বৈঠকে এমন দাবি করেন তাঁরা। জাতীয় সংসদের অধিবেশন শেষে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সংসদের কার্যালয়ে নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, ৩ আসনের মামুনুর রশীদ কিরণ, ৬ আসনের আয়েশা ফেরদাউস ও সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকী।
বৈঠক সূত্রে জানা যায়, সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, `প্রত্যেকের সম্মান আছে, সামাজিক মর্যাদা আছে। কিন্তু মির্জা কাদের আমাদের সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ করছেন। মির্জা কাদেরের অতিকথন আমাদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।' ফেনীর সাংসদ নিজাম হাজারী একরামুলের এই বক্তব্য সমর্থন করেন। তিনি বলেন, চরিত্র হননের প্রক্রিয়া বন্ধ করা দরকার। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা দলের জন্য মঙ্গল বলে মনে করেন তাঁরা।
এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী ও ফেনীর সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তাঁদের সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন করার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া সাংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে।

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের ব্যক্তিগত আক্রমণ করছেন বলে দাবি করেছেন সাংসদ একরামুল করিম চৌধুরী ও নিজাম উদ্দিন হাজারী। এ ছাড়া দুই সাংসদ মির্জার অতিকথনে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তাঁরা।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বৈঠকে এমন দাবি করেন তাঁরা। জাতীয় সংসদের অধিবেশন শেষে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সংসদের কার্যালয়ে নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, ৩ আসনের মামুনুর রশীদ কিরণ, ৬ আসনের আয়েশা ফেরদাউস ও সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকী।
বৈঠক সূত্রে জানা যায়, সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, `প্রত্যেকের সম্মান আছে, সামাজিক মর্যাদা আছে। কিন্তু মির্জা কাদের আমাদের সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ করছেন। মির্জা কাদেরের অতিকথন আমাদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।' ফেনীর সাংসদ নিজাম হাজারী একরামুলের এই বক্তব্য সমর্থন করেন। তিনি বলেন, চরিত্র হননের প্রক্রিয়া বন্ধ করা দরকার। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা দলের জন্য মঙ্গল বলে মনে করেন তাঁরা।
এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী ও ফেনীর সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তাঁদের সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন করার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া সাংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে।

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
২৩ মিনিট আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে