নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ বঙ্গোপসাগরে পড়বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেবের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত।’
আজ বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রীলঙ্কার ব্যাপারটি নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে উল্লেখ করে কাদের বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীতেও নিজেদের ব্যর্থতা ঢাকতে অনেক কিছুর আশ্রয় নিয়েছে। কখনো আন্দোলন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। কখনো হেফাজতে ভর করেছে, কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এ রকম সামর্থ্যহীন মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছুই করার নেই। ফখরুল সাহেব কি জানেন এই মুহূর্তে শ্রীলঙ্কার রিজার্ভ ৫০ মিলিয়নের নিচে। আর বাংলাদেশের রিজার্ভ ৪৪ শতাংশ।’
সয়াবিন তেলের প্রসঙ্গে কাদের বলেন, ‘সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি যাঁরা মজুতদার তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে সরকার। গুটি কয়েক অবৈধ ব্যবসায়ী ও মজুতদারের কারণে বাজার অস্থিতিশীল হতে দিতে পারে না সরকার।’
কাদের আরও বলেন, ‘গত নির্বাচনের আগেও বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জোর দাবি তুলেছিল। শেষ পর্যন্ত কিন্তু ঠিকই তারা নির্বাচনে এসেছে। পানি ঘোলা করে পানি খেয়েছে নির্বাচনেও অংশ নিয়েছে এবং সংসদে এসেছে।’
ইভিএম সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন-সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আওয়ামী লীগ জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। তবে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে পরিষ্কার করে আমরা জানিয়ে দিয়েছি ৩০০ আসনেই ইভিএম চাই আমরা। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়।’
আওয়ামী লীগ কেন ইভিএমে নির্বাচন চায় জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচনটি যাতে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয় সে জন্যই আমরা ইভিএমে চাচ্ছি। ইভিএম পরীক্ষিত একটি আধুনিক ব্যবস্থা। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগ বঙ্গোপসাগরে পড়বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেবের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত।’
আজ বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রীলঙ্কার ব্যাপারটি নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে উল্লেখ করে কাদের বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীতেও নিজেদের ব্যর্থতা ঢাকতে অনেক কিছুর আশ্রয় নিয়েছে। কখনো আন্দোলন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। কখনো হেফাজতে ভর করেছে, কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এ রকম সামর্থ্যহীন মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছুই করার নেই। ফখরুল সাহেব কি জানেন এই মুহূর্তে শ্রীলঙ্কার রিজার্ভ ৫০ মিলিয়নের নিচে। আর বাংলাদেশের রিজার্ভ ৪৪ শতাংশ।’
সয়াবিন তেলের প্রসঙ্গে কাদের বলেন, ‘সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি যাঁরা মজুতদার তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে সরকার। গুটি কয়েক অবৈধ ব্যবসায়ী ও মজুতদারের কারণে বাজার অস্থিতিশীল হতে দিতে পারে না সরকার।’
কাদের আরও বলেন, ‘গত নির্বাচনের আগেও বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জোর দাবি তুলেছিল। শেষ পর্যন্ত কিন্তু ঠিকই তারা নির্বাচনে এসেছে। পানি ঘোলা করে পানি খেয়েছে নির্বাচনেও অংশ নিয়েছে এবং সংসদে এসেছে।’
ইভিএম সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন-সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আওয়ামী লীগ জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। তবে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে পরিষ্কার করে আমরা জানিয়ে দিয়েছি ৩০০ আসনেই ইভিএম চাই আমরা। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়।’
আওয়ামী লীগ কেন ইভিএমে নির্বাচন চায় জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচনটি যাতে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয় সে জন্যই আমরা ইভিএমে চাচ্ছি। ইভিএম পরীক্ষিত একটি আধুনিক ব্যবস্থা। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৬ ঘণ্টা আগে