Ajker Patrika

বাংলাদেশে মানবাধিকার শুধু আওয়ামী লীগ ভোগ করছে: এবি পার্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২২: ০৮
বাংলাদেশে মানবাধিকার শুধু আওয়ামী লীগ ভোগ করছে: এবি পার্টি 

জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষর করলেও এই সনদের কোনো নীতিই বাংলাদেশের বর্তমান সরকার মানছে না বলে অভিযোগ করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘বাংলাদেশে মানবাধিকার শুধু আওয়ামী লীগ ভোগ করছে।’ 

আজ রোববার বিকেলে বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরকারের পদত্যাগের দাবিতে ‘কালো পতাকা হাতে প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচি’ পালনকালে এ অভিযোগ করেন তিনি। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের ধারা ২০-এর (১) অনুযায়ী প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশ করার এবং তাতে অংশগ্রহণ করার অধিকার আছে। কিন্তু বাংলাদেশে সেই অধিকার শুধু সরকারি দল আওয়ামী লীগ ভোগ করছে। অন্য কোনো দল বা মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 

মজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ২৬-৪৭ক নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন করে এই সরকার মতপ্রকাশের স্বাধীনতা হরণ, সভা-সমাবেশে বাধাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 

সমাবেশে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘এই সরকার বাংলাদেশের সব মানুষের অধিকার হরণ করেছে। মানুষ আজ ভোট দিতে পারে না, ব্যবসা করতে পারে না। আমরা আমাদের অধিকার চাই। আমরা নিজের ভোট নিজে দিতে চাই।’ 

প্রতীকী অনশনে আরও বক্তব্য দেন পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, ছাত্র পক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত