নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘শেষ কথা’ বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে আমি শেষ কথা বলতে চাই। এখনো সময় আছে। এখনো সুযোগ আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতিশীল। তাঁর প্রতি এই অবিচার জনগণ মেনে নেবে না। জনগণ প্রস্তুত হচ্ছে। রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদের ব্যারিকেড করে আপনার ময়ূরসিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য।’
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন। কোনো দেশের প্রধানমন্ত্রী, তাঁর যদি মানবিক মর্যাদা থাকে, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। উনি (প্রধানমন্ত্রী) অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আর কত দেখাবেন, এই কথাও তিনি বলেছেন। উনি বলেছেন বিএনপি যখন ক্ষমতায়, তখন এরশাদ এবং তাঁর ফুফা জেনারেল মোস্তাফিজুর রহমানকে নাকি চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। আপনার মত নির্দয় এবং নিষ্ঠুর আচরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই করেননি।’
আইনি প্রক্রিয়ায় নয়, খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে হাসিনা প্রক্রিয়ায় এমন অভিযোগ করেন রিজভী। প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, ‘আপনি আপনার চারদিকে যে নিরাপত্তা দেখছেন, এই নিরাপত্তা নিরাপত্তা নয়। বেহুলার বাসরঘরের মতো কোথায় ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে কিন্তু আপনার কাছে হাজির হতে পারে, আপনার কাছে পরোয়ানা নিয়ে। প্রধানমন্ত্রী, আপনি বোধ হয় মনে করেছেন দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে আপনি নিরাপদ। আপনার সামনে বোধ হয় কোনো কাঁটা থাকল না। কিন্তু আপনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন দুর্নীতি লুটপাট করেছেন, অনেক কাঁটা তৈরি হচ্ছে আপনার চারদিকে। আপনি ওইটা টের পাচ্ছেন না।’

মিছিলের চেষ্টা, পুলিশের বাধা
মানববন্ধন শেষে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, মহিলা দলের কর্মসূচি পালনে পুলিশ সহযোগিতা করেছে। তাদের রাস্তায় মিটিং-মিছিল না করতে অনুরোধ করা হয়েছিল। তা না শুনে মানববন্ধন শেষে মিছিল করার চেষ্টা করে। রাস্তায় যানজট এড়াতে নেতা-কর্মীদের এই মিছিলে বাধা দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘শেষ কথা’ বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে আমি শেষ কথা বলতে চাই। এখনো সময় আছে। এখনো সুযোগ আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতিশীল। তাঁর প্রতি এই অবিচার জনগণ মেনে নেবে না। জনগণ প্রস্তুত হচ্ছে। রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদের ব্যারিকেড করে আপনার ময়ূরসিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য।’
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন। কোনো দেশের প্রধানমন্ত্রী, তাঁর যদি মানবিক মর্যাদা থাকে, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। উনি (প্রধানমন্ত্রী) অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আর কত দেখাবেন, এই কথাও তিনি বলেছেন। উনি বলেছেন বিএনপি যখন ক্ষমতায়, তখন এরশাদ এবং তাঁর ফুফা জেনারেল মোস্তাফিজুর রহমানকে নাকি চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। আপনার মত নির্দয় এবং নিষ্ঠুর আচরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই করেননি।’
আইনি প্রক্রিয়ায় নয়, খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে হাসিনা প্রক্রিয়ায় এমন অভিযোগ করেন রিজভী। প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, ‘আপনি আপনার চারদিকে যে নিরাপত্তা দেখছেন, এই নিরাপত্তা নিরাপত্তা নয়। বেহুলার বাসরঘরের মতো কোথায় ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে কিন্তু আপনার কাছে হাজির হতে পারে, আপনার কাছে পরোয়ানা নিয়ে। প্রধানমন্ত্রী, আপনি বোধ হয় মনে করেছেন দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে আপনি নিরাপদ। আপনার সামনে বোধ হয় কোনো কাঁটা থাকল না। কিন্তু আপনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন দুর্নীতি লুটপাট করেছেন, অনেক কাঁটা তৈরি হচ্ছে আপনার চারদিকে। আপনি ওইটা টের পাচ্ছেন না।’

মিছিলের চেষ্টা, পুলিশের বাধা
মানববন্ধন শেষে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, মহিলা দলের কর্মসূচি পালনে পুলিশ সহযোগিতা করেছে। তাদের রাস্তায় মিটিং-মিছিল না করতে অনুরোধ করা হয়েছিল। তা না শুনে মানববন্ধন শেষে মিছিল করার চেষ্টা করে। রাস্তায় যানজট এড়াতে নেতা-কর্মীদের এই মিছিলে বাধা দেওয়া হয়েছে।

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের বিরুদ্ধে জাতীয় পার্টির অবস্থান থাকবে বলে জানিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা ‘‘না’’ ভোট দেব। দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে জনগণকে ‘‘না’’ ভোট দেওয়ার জন্য অনুরোধ করব। সরকারের এমন উদ্যোগ সংবিধানবিরুদ্ধ, দেশের রাজনৈতিক স্থিতিশ
১ ঘণ্টা আগে
নিজেকে কড়াইলের সন্তান দাবি করে আজীবন কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল ক্ষমতায় গেলে তাঁদের আবাসনের কষ্ট দূর করার জন্য বহুতল ভবন গড়ে ছোট ছোট ফ্ল্যাট তাঁদের নামে বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
২ ঘণ্টা আগে
বিএনপি ভোটের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের গ্রহণ করে, আমরা আছি। আর যদি বাদ দেয়, আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন ভাই?’
৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’ আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
৮ ঘণ্টা আগে