নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, কেয়ারটেকারের সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’
আজ শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে আরামবাগের মহাসমাবেশে এ কথা বলেন মুজিবুর রহমান।
মুজিবুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি ৷ এই দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া কারও আইন চলতে পারে না। আমরা বাংলাদেশে আল্লাহর আইন চালু করব ইনশা আল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েম করা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, কেয়ারটেকারের সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’
ভারপ্রাপ্ত আমির বলেন, ‘এই ২৮ অক্টোবর লগি বৈঠা নিয়ে হায়েনার মতো আক্রমণ করে হত্যা করেছে। অতএব প্রতিশোধ নিতে চাই। আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়। আমাদের প্রতিশোধ আল্লাহর আইন প্রতিষ্ঠা করে প্রতিশোধ নেব ইনশা আল্লাহ... জামায়াতের আমির শফিকুল ইসলামসহ যারা অন্যায়ভাবে কারাবন্দী আছেন সবার মুক্তি চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসে।
মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘এই সংসদ ভেঙে দিতে হবে। হাসিনা পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে হবে।’
বুলবুল বলেন, ‘যারা ফকিরাপুল ও শাপলা চত্বরের দিকে আছেন তাঁরা সোজা স্টেজের দিকে আসুন ৷ এখান থেকে কমলাপুর দিয়ে শাহজানপুর হয়ে বিশ্বরোডের দিকে যাবেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবেন। কোনো উসকানিতে পা দেবেন না। তাড়াহুড়া করবেন না। শান্তিপূর্ণভাবে, ধীরস্থিরভাবে আমাদের নেত্রীবৃন্দের সঙ্গে বের হয়ে যাবেন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, কেয়ারটেকারের সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’
আজ শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে আরামবাগের মহাসমাবেশে এ কথা বলেন মুজিবুর রহমান।
মুজিবুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি ৷ এই দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া কারও আইন চলতে পারে না। আমরা বাংলাদেশে আল্লাহর আইন চালু করব ইনশা আল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েম করা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, কেয়ারটেকারের সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’
ভারপ্রাপ্ত আমির বলেন, ‘এই ২৮ অক্টোবর লগি বৈঠা নিয়ে হায়েনার মতো আক্রমণ করে হত্যা করেছে। অতএব প্রতিশোধ নিতে চাই। আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়। আমাদের প্রতিশোধ আল্লাহর আইন প্রতিষ্ঠা করে প্রতিশোধ নেব ইনশা আল্লাহ... জামায়াতের আমির শফিকুল ইসলামসহ যারা অন্যায়ভাবে কারাবন্দী আছেন সবার মুক্তি চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসে।
মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘এই সংসদ ভেঙে দিতে হবে। হাসিনা পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে হবে।’
বুলবুল বলেন, ‘যারা ফকিরাপুল ও শাপলা চত্বরের দিকে আছেন তাঁরা সোজা স্টেজের দিকে আসুন ৷ এখান থেকে কমলাপুর দিয়ে শাহজানপুর হয়ে বিশ্বরোডের দিকে যাবেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবেন। কোনো উসকানিতে পা দেবেন না। তাড়াহুড়া করবেন না। শান্তিপূর্ণভাবে, ধীরস্থিরভাবে আমাদের নেত্রীবৃন্দের সঙ্গে বের হয়ে যাবেন।’

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
১ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
১ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৪ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৫ ঘণ্টা আগে