নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ির বহরে হামলার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘চক্রান্তমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নেতৃত্বশূন্য করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এমন কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এই সরকার নির্বাচনের আগে অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্বশূন্য করার মহাপরিকল্পনা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করা, আটকে রাখা। জনপ্রিয় রাজনৈতিক নেতাদের সাজা দিয়ে আটক রাখা। ইতিমধ্যেই তারা (সরকার) শুরু করেছে।’
এ রায়ের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘২১ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এমন একজন রাজনীতিককে সাজা দেওয়া সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চক্রান্তমূলক প্রতিহিংসা।’ তবে এভাবে সরকার পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এটা করে তারা (সরকার) যদি মনে করে থাকে জনগণের যে আন্দোলন, তাকে নস্যাৎ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ, এই কর্তৃত্ববাদী সরকারকে জনগণ আর দেখতে চায় না। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।’
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে ক্ষমতাসীনদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে তারা যা ইচ্ছা তাই বলে, যা খুশি তাই করছে। একটা দায়িত্বশীল সরকার কখনই এমন কথা বলতে পারে না।’
বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘বিদেশিদের কাছে আমরা যাইনি। তারা আমাদের দাওয়াত করেছে বলেই আমরা গেছি। প্রত্যেকবারই আমরা তাদের আমন্ত্রণে গেছি। আমাদের চেয়ে অনেক বেশি গেছে আওয়ামী লীগ। এই কথাগুলো অবান্তর, এই কথাগুলোর কোনো মূল্য নেই।’

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ির বহরে হামলার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘চক্রান্তমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নেতৃত্বশূন্য করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এমন কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এই সরকার নির্বাচনের আগে অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্বশূন্য করার মহাপরিকল্পনা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করা, আটকে রাখা। জনপ্রিয় রাজনৈতিক নেতাদের সাজা দিয়ে আটক রাখা। ইতিমধ্যেই তারা (সরকার) শুরু করেছে।’
এ রায়ের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘২১ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এমন একজন রাজনীতিককে সাজা দেওয়া সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চক্রান্তমূলক প্রতিহিংসা।’ তবে এভাবে সরকার পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এটা করে তারা (সরকার) যদি মনে করে থাকে জনগণের যে আন্দোলন, তাকে নস্যাৎ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ, এই কর্তৃত্ববাদী সরকারকে জনগণ আর দেখতে চায় না। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।’
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে ক্ষমতাসীনদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে তারা যা ইচ্ছা তাই বলে, যা খুশি তাই করছে। একটা দায়িত্বশীল সরকার কখনই এমন কথা বলতে পারে না।’
বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘বিদেশিদের কাছে আমরা যাইনি। তারা আমাদের দাওয়াত করেছে বলেই আমরা গেছি। প্রত্যেকবারই আমরা তাদের আমন্ত্রণে গেছি। আমাদের চেয়ে অনেক বেশি গেছে আওয়ামী লীগ। এই কথাগুলো অবান্তর, এই কথাগুলোর কোনো মূল্য নেই।’

মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
২২ মিনিট আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
২৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশা আল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’
২ ঘণ্টা আগে