নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতায় থাকতে সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এই অভিযোগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশেদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র-মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে, সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?’
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়েও খারাপ কিছু হতে পারে। সমস্ত সুন্দর তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল—সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সর্বক্ষেত্রে সরকার বন্ধ্যাত্ব সৃষ্টি করেছে। লাভটা তাদের! কারণ, তারা টাকা কামাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে...কোথাও কোনো কাজে তাদের সমস্যা হচ্ছে না। এ জন্য দেখবেন তাদের চেহারা চক চক করে। আমাদের বিরোধী দলের নেতা-কর্মীদের চেহারা খারাপ হয়ে গেছে...এটা বাস্তবতা।’

ক্ষমতায় থাকতে সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এই অভিযোগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশেদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র-মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে, সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?’
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়েও খারাপ কিছু হতে পারে। সমস্ত সুন্দর তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল—সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সর্বক্ষেত্রে সরকার বন্ধ্যাত্ব সৃষ্টি করেছে। লাভটা তাদের! কারণ, তারা টাকা কামাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে...কোথাও কোনো কাজে তাদের সমস্যা হচ্ছে না। এ জন্য দেখবেন তাদের চেহারা চক চক করে। আমাদের বিরোধী দলের নেতা-কর্মীদের চেহারা খারাপ হয়ে গেছে...এটা বাস্তবতা।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৪ ঘণ্টা আগে