আজকের পত্রিকা ডেস্ক

আগামী ১৫ দিনের মধ্যে উত্তরবঙ্গ থেকে অন্তত ১৫ জন উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার একটি কক্ষে এ দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আমাদের কাছে মাঠ থেকে এ পর্যন্ত পাঁচজনের নাম উঠে এসেছে। আন্দোলনের অন্যতম মাষ্টারমাইন্ড উত্তরবঙ্গের কৃতি সন্তান জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব মো. আক্তার হোসেন, লেখক, সংগঠক বুদ্ধিজীবী মো. নাহিদ হাসান নলেজ; ভূমিহীন ও কৃষক নেতা সেখ নাছির উদ্দিন, আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের সৈনিক মো. ছামিউল আলম রাসু, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণের সম্পাদক ও প্রকাশক, লেখক, সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (লালু)।’
আরও নাম যাচাই-বাছাই হয়ে আসছে উল্লেখ করে উত্তরবঙ্গ থেকে অন্তত ১৫ জন উপদেষ্টা দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘১৯৫২,১৯৭১, ১৯৯০ ও সর্বশেষ ২০২৪ সকল আন্দোলনে উত্তরবঙ্গের মানুষ জীবন দিয়ে সফলতা এনেছে। কিন্তু এর সুফল প্রান্তিক জনগোষ্ঠী পায়নি। বিগত দিনের যেসব উপদেষ্টা নিয়োগ হয়েছে তা প্রশ্নবিদ্ধ—বিতর্কিত। তাই স্বচ্ছতার ভিত্তিতে জনগণের সঙ্গে আলোচনা—পর্যালোচনা করে উত্তরবঙ্গের অন্তত ১৫ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক।’
আরও বলা হয়, ‘এ সরকারকে আমরা জনগণের সরকার মনে করি। আমরা প্রান্তিক জনগোষ্ঠী এ সরকারকে সহযোগিতা করতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জন্য সারা দেশের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর কি করবেন তা দৃশ্যমান করতে হবে। আহত নিহতের সঠিক পরিসংখ্যান এবং তাদের পাশে ভালোভাবে দাঁড়াতে হবে। শহীদদের ডেড সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, শহীদের নামের তালিকায় নাম ওঠাতে তাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এ দেশের ৬৩ শতাংশ মানুষ ভূমিহীন-গৃহহীন তাদের জীবনমানের এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আপনারা যদি বৈষম্য দূর করতে না পারেন, স্বৈরাচারী দোসরদের যদি বিদায় না করেন উল্টো তাদের পুনর্বাসন করেন, তাহলে এ সরকারকেও বিদায় করতে জনগণ বাধ্য হবে।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন—বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছামিউল আলম রাসু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক শামসুউদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মো. মহসিন, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম প্রমুখ।

আগামী ১৫ দিনের মধ্যে উত্তরবঙ্গ থেকে অন্তত ১৫ জন উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার একটি কক্ষে এ দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আমাদের কাছে মাঠ থেকে এ পর্যন্ত পাঁচজনের নাম উঠে এসেছে। আন্দোলনের অন্যতম মাষ্টারমাইন্ড উত্তরবঙ্গের কৃতি সন্তান জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব মো. আক্তার হোসেন, লেখক, সংগঠক বুদ্ধিজীবী মো. নাহিদ হাসান নলেজ; ভূমিহীন ও কৃষক নেতা সেখ নাছির উদ্দিন, আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের সৈনিক মো. ছামিউল আলম রাসু, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণের সম্পাদক ও প্রকাশক, লেখক, সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (লালু)।’
আরও নাম যাচাই-বাছাই হয়ে আসছে উল্লেখ করে উত্তরবঙ্গ থেকে অন্তত ১৫ জন উপদেষ্টা দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘১৯৫২,১৯৭১, ১৯৯০ ও সর্বশেষ ২০২৪ সকল আন্দোলনে উত্তরবঙ্গের মানুষ জীবন দিয়ে সফলতা এনেছে। কিন্তু এর সুফল প্রান্তিক জনগোষ্ঠী পায়নি। বিগত দিনের যেসব উপদেষ্টা নিয়োগ হয়েছে তা প্রশ্নবিদ্ধ—বিতর্কিত। তাই স্বচ্ছতার ভিত্তিতে জনগণের সঙ্গে আলোচনা—পর্যালোচনা করে উত্তরবঙ্গের অন্তত ১৫ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক।’
আরও বলা হয়, ‘এ সরকারকে আমরা জনগণের সরকার মনে করি। আমরা প্রান্তিক জনগোষ্ঠী এ সরকারকে সহযোগিতা করতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জন্য সারা দেশের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর কি করবেন তা দৃশ্যমান করতে হবে। আহত নিহতের সঠিক পরিসংখ্যান এবং তাদের পাশে ভালোভাবে দাঁড়াতে হবে। শহীদদের ডেড সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, শহীদের নামের তালিকায় নাম ওঠাতে তাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এ দেশের ৬৩ শতাংশ মানুষ ভূমিহীন-গৃহহীন তাদের জীবনমানের এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আপনারা যদি বৈষম্য দূর করতে না পারেন, স্বৈরাচারী দোসরদের যদি বিদায় না করেন উল্টো তাদের পুনর্বাসন করেন, তাহলে এ সরকারকেও বিদায় করতে জনগণ বাধ্য হবে।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন—বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছামিউল আলম রাসু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক শামসুউদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মো. মহসিন, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম প্রমুখ।

বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১০ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১০ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১৩ ঘণ্টা আগে