Ajker Patrika

রওশন এরশাদের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৯: ৪৪
রওশন এরশাদের অবস্থার উন্নতি

থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। গতকাল শনিবার রাত থেকে তিনি একটু-আধটু করে কথাও বলছেন। সাদ এরশাদের বরাত দিয়ে এ খবর দিয়েছেন রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান। 

রোববার বিকেলে আজকের পত্রিকাকে মামুন বলেন,‍ ‘ম্যাডাম গত রাত (শনিবার রাত) থেকে কথা বলতেছেন। আগের চেয়ে বেশ ভালো অবস্থায় আছেন। চিকিৎসকেরা তাঁকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।’ মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে সাদ এরশাদ দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। 

৫ নভেম্বর থেকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি আছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। ওই দিন সন্ধ্যায় ছেলে সাদ এরশাদকে সঙ্গে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক যান তিনি। এর আগে ১৪ আগস্ট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন তিনি। ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বার্ধক্যজনিত নানাবিধ জটিলতা কাবু করে ফেলেছে তাঁকে। সিএমএইচে ভর্তির পর শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয়। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত