Ajker Patrika

বৈদেশিক ঋণের চাপে দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে: জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈদেশিক ঋণের চাপে দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে: জাতীয় পার্টি

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের মতে এই বাজেট বাস্তবায়নে অতিরিক্ত কর আদায়ে একদিকে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বাড়বে অন্যদিকে বৈদেশিক ঋণের বোঝায় দেশ শ্রীলঙ্কার মতো বিপর্যয়ে পড়তে পারে।

আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপনের পর জাতীয় সংসদ ভবনের টানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই আশঙ্কার কথা জানান জি এম কাদের।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। আর এ কারণেই জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। এমন বাস্তবতায় বিশাল বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলতে হচ্ছে।’

জি এম কাদের বলেন, ‘বাজেটে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে, যা জিডিপির ৫ শতাংশের ওপরে। আবার ৩৬ শতাংশ অভ্যন্তরীণ ঋণের ওপর ভরসা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে ব্যবসায়ীদের বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সংকুচিত হতে পারে। আবার বিদেশি ঋণের পরিমাণ ১৪ দশমিক ২ শতাংশ। দিন দিন বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে দেশে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।’ 

ডলারের সঙ্গে টাকার বিনিময় হারে টাকার মূল্য কমছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন কষ্টকর হয়ে উঠতে পারে। অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিশ্ব বাজার থেকে কিনে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে বিক্রির জন্য একটি উদ্যোগ থাকা উচিত ছিল। পাশাপাশি গত বছরের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কর আদায়ের বিরূপ প্রভাব সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত