নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। অবশিষ্টদের বিষয়ে এখনো পরিপূর্ণ তথ্য আসেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. শাহজাহান। আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে তিনি এ কথা জানান।
এদিকে বিএনএমের কিছু প্রার্থী স্বতন্ত্র থেকেও নির্বাচন করছেন বলেও জানান মো. শাহজাহান। তিনি বলেন, ‘আমাদের অনুমতি নিয়ে গোপনে বিএনএমের অনেকেই স্বতন্ত্র থেকে অংশ নিচ্ছেন নির্বাচনে। তাঁদের অনেকেই বিএনপি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।’
এর আগে বিকেলে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছেন আরও ৩৩ প্রার্থী। তাঁরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।
বিএনএম মহাসচিব বলেন, ‘সারা দেশে বিএনএমের ৪৭৮টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ৮২ জনকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পরে অনেকেরই এলাকায় যেতে দেরি হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। নির্বাচন কমিশনের (ইসি) ব্যাংকের যে সার্ভারে ট্রেজারি চালান দিতে হয়, সেটাতে তিন ঘণ্টায় ঢোকা যায়নি। কয়েকজন এই বিষয়ে রিট করবেন।’
ইসির ঘোষিত তফশিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়ের মধ্যে বিএনএমের হয়ে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসির কাছ থেকে তালিকা পাইনি। আমরা ইসির কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা চাইব।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বিএনএমের মহাসচিব দাবি করেন, তাঁদের দলের প্রার্থীর সংখ্যা আসলে ১০২। ৮২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ২০ জন হিডেন (লুকানো) প্রার্থী। এই ২০ জনের সবাই সাবেক সংসদ সদস্য বলে তিনি দাবি করেন।
এরপর বিএনএম কীভাবে সরকার গঠন করতে পারবে, সেটারও একটি হিসাব তুলে ধরেন দলের মহাসচিব শাহ্জাহান। তিনি বলেন, ‘বরাবরই বলেছি, সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করতে পারব। ৮২ জন প্রার্থী, এর সঙ্গে ২০ জন হিডেন। এই ১০২টি আসন পেলে কোয়ালিশন করলে আমরাই সরকার গঠন করব। সেটা না হলে প্রথমবারের মতো বিরোধী দলে যাব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। অবশিষ্টদের বিষয়ে এখনো পরিপূর্ণ তথ্য আসেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. শাহজাহান। আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে তিনি এ কথা জানান।
এদিকে বিএনএমের কিছু প্রার্থী স্বতন্ত্র থেকেও নির্বাচন করছেন বলেও জানান মো. শাহজাহান। তিনি বলেন, ‘আমাদের অনুমতি নিয়ে গোপনে বিএনএমের অনেকেই স্বতন্ত্র থেকে অংশ নিচ্ছেন নির্বাচনে। তাঁদের অনেকেই বিএনপি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য।’
এর আগে বিকেলে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছেন আরও ৩৩ প্রার্থী। তাঁরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।
বিএনএম মহাসচিব বলেন, ‘সারা দেশে বিএনএমের ৪৭৮টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ৮২ জনকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পরে অনেকেরই এলাকায় যেতে দেরি হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। নির্বাচন কমিশনের (ইসি) ব্যাংকের যে সার্ভারে ট্রেজারি চালান দিতে হয়, সেটাতে তিন ঘণ্টায় ঢোকা যায়নি। কয়েকজন এই বিষয়ে রিট করবেন।’
ইসির ঘোষিত তফশিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়ের মধ্যে বিএনএমের হয়ে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসির কাছ থেকে তালিকা পাইনি। আমরা ইসির কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা চাইব।’
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বিএনএমের মহাসচিব দাবি করেন, তাঁদের দলের প্রার্থীর সংখ্যা আসলে ১০২। ৮২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ২০ জন হিডেন (লুকানো) প্রার্থী। এই ২০ জনের সবাই সাবেক সংসদ সদস্য বলে তিনি দাবি করেন।
এরপর বিএনএম কীভাবে সরকার গঠন করতে পারবে, সেটারও একটি হিসাব তুলে ধরেন দলের মহাসচিব শাহ্জাহান। তিনি বলেন, ‘বরাবরই বলেছি, সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করতে পারব। ৮২ জন প্রার্থী, এর সঙ্গে ২০ জন হিডেন। এই ১০২টি আসন পেলে কোয়ালিশন করলে আমরাই সরকার গঠন করব। সেটা না হলে প্রথমবারের মতো বিরোধী দলে যাব।’

‘তরুণদের নতুন রাজনৈতিক দল’ হিসেবে আলোচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন নিজ দলের তরুণ নেতাদেরই ধরে রাখতে পারছে না। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটসঙ্গী হওয়ার সিদ্ধান্তের পর দলটিতে চলছে একের পর এক পদত্যাগ। একই সঙ্গে নতুন করে তরুণদের যুক্ত হওয়া এবং সমর্থন দেওয়ার প্রবণতাও কমে গেছে বলে দলের ভেতরেই আলাপ...
৪ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত মায়ের জন্য দোয়া করেছেন।
১৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে তাঁর পরিবারের সদস্যরা আসেন।
১৩ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ দিন আগে