নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জেলার খবর, ঢাকা, রাজধানী, বিমানবন্দর, রাজনীতি, তারেক রহমান, বিএনপি, সালাহউদ্দিন
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জেলার খবর, ঢাকা, রাজধানী, বিমানবন্দর, রাজনীতি, তারেক রহমান, বিএনপি, সালাহউদ্দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠানের দাবি সামনে নিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে এ নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে দলটি। বিএনপি বলছে, সংসদে
৭ ঘণ্টা আগেনির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু
১০ ঘণ্টা আগেলন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
১৪ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার ইমরান হোসেন চৌধুরী, জহুরুল হক, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হামিদুর রহমান ও তাহেরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন
১৫ ঘণ্টা আগে