নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের অজুহাত তৈরির উদ্দেশ্যে সরকার তার এজেন্টদের দিয়ে বিএনপিসহ সমমনাদের মহাসমাবেশে সরকার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
আজ রোববার দুপুর ২টায় পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। পরে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার পল্টন মোড়ে এসে মিছিল সমাপ্ত করেন তারা।
এর আগে দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় থেকে বিএমএ ভবন পর্যন্ত একদফা ঝটিকা মিছিল করা হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা দেখেছি গতকাল শান্তিপূর্ণ সমাবেশে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্টদের দিয়ে কীভাবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে, সাংবাদিকদের ওপরে, পুলিশের হাসপাতালে, গাড়িতে আগুন দিয়ে, হামলা করে এ সমস্ত কাজ তারা ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এজেন্টদের দিয়ে এই সমস্ত কাজ করে শান্তিপূর্ণ সমাবেশকে একটি সহিংসতার চেহারা দিয়ে, আন্দোলনের ওপর দমন-নিপীড়নের চেহারা তৈরি করতে চায় সরকার। নেতৃবৃন্দকে গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায় সরকার।’
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের ওপর সারা দেশে হামলা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের জেএসডির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মোতালেব মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।’
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মঞ্চের এই নেতা বলেন, ‘এই লড়াই ভোটাধিকারের লড়াই, গণতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সমস্ত ষড়যন্ত্র, হামলা, দমন-পীড়ন সবকিছু মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।’

বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের অজুহাত তৈরির উদ্দেশ্যে সরকার তার এজেন্টদের দিয়ে বিএনপিসহ সমমনাদের মহাসমাবেশে সরকার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
আজ রোববার দুপুর ২টায় পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। পরে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার পল্টন মোড়ে এসে মিছিল সমাপ্ত করেন তারা।
এর আগে দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় থেকে বিএমএ ভবন পর্যন্ত একদফা ঝটিকা মিছিল করা হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা দেখেছি গতকাল শান্তিপূর্ণ সমাবেশে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্টদের দিয়ে কীভাবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে, সাংবাদিকদের ওপরে, পুলিশের হাসপাতালে, গাড়িতে আগুন দিয়ে, হামলা করে এ সমস্ত কাজ তারা ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এজেন্টদের দিয়ে এই সমস্ত কাজ করে শান্তিপূর্ণ সমাবেশকে একটি সহিংসতার চেহারা দিয়ে, আন্দোলনের ওপর দমন-নিপীড়নের চেহারা তৈরি করতে চায় সরকার। নেতৃবৃন্দকে গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায় সরকার।’
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের ওপর সারা দেশে হামলা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের জেএসডির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মোতালেব মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।’
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মঞ্চের এই নেতা বলেন, ‘এই লড়াই ভোটাধিকারের লড়াই, গণতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সমস্ত ষড়যন্ত্র, হামলা, দমন-পীড়ন সবকিছু মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
৮ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
৯ ঘণ্টা আগে
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তাঁরা মানেন না।
১০ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগে