
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নামে শাহাদাত হোসেন সেলিম গং পরিচালিত যেকোনো কাজ সম্পূর্ণ অবৈধ দাবি করেছেন এলডিপির নেতা-কর্মীরা। তাঁরা নির্বাচন কমিশনের প্রতি তাঁর সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া বিএনপি বর্তমানে ওই দলকে সমর্থন করছে না বলেও জানান তাঁরা।
আজ মঙ্গলবার সকালে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে এলডিপির সভাপতি ড. অলি আহমদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি চিঠি উপস্থাপন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ, বাংলাদেশি প্রবাসীদের প্রলুব্ধ করা ও প্রতারণার আশ্রয়ে এলডিপির প্যাডে প্রত্যয়নপত্র প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে ২০১৯ সালের ২৬ অক্টোবর এলডিপির জাতীয় কাউন্সিলে অনুপস্থিত থেকে নির্বাচিত হতে পারে নাই। পরে তাঁকে বহিষ্কার করা হয়। সেই আক্রোশে ক্ষুব্ধ হয়ে শাহাদাত হোসেন সেলিম এলডিপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হন।
আওরঙ্গজেব আরও বলেন, শাহাদাত হোসেন ও দলের সাবেক যুগ্ম মহাসচিব টিটু তাঁর সঙ্গী ফয়সালের সঙ্গে আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পার্টির প্যাডে সনদ প্রদানের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন। শাহাদাত হোসেন সেলিম নিজেকে দলের মহাসচিব উল্লেখ করে যেসব রাজনৈতিক কাজ করছেন, তা এলডিপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভ্রান্ত সৃষ্টিকারী বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তাঁর এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান দলের সদস্যরা।
দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ বলেন, ‘বিএনপির মহাসচিবের সঙ্গে আমাদের মহাসচিবের কথা হয়েছে। তাঁরা এখন আর শাহাদাত হোসেনকে সমর্থন করেন না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করব।’
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসেছেন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর পুণ্যভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়েই।
৫ ঘণ্টা আগে
জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
১১ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
১১ ঘণ্টা আগে